পটুয়াখালীর দশমিনায় শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমিতে দীর্ঘ ৫০ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার দশমিনা সদর ইউনিয়নের নিবারন কবিরাজ বাড়ির দিঘিতে ছয়টি দলের প্রতিযোগিতায় হাসেম ফকিরের দল চ্যাম্পিয়ন হন। শাহ আলম ও লাল মিয়ার দল যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়। বিজয়ীদের মধ্যে ডিপ ফ্রিজ ও দুটি এলইডি টিভি পুরস্কার তুলে দেন পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।
নিবারন কবিরাজ বাড়ি পূজা উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠানে হাজারো দর্শকের উপস্থিতিতে গ্রামবাংলার ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি ফুটে ওঠে। আয়োজকরা জানান, আগামী বছর আরও বড় পরিসরে নৌকা বাইচের আয়োজন করা হবে।