শুক্রবার (৩ অক্টোবর) ভোরে মাদারীপুরের রাজৈর উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় চন্দ্রা পরিবহনের কুয়াকাটাগামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিলুফা ইয়াসমিন নিলা (৩০) নিহত হন; আহত হন আরও ৩০ যাত্রী। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালিয়ে আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়; গুরুতর জুয়েল, মিরাজ ও মিলনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বাসে ৩১ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।
মস্তফাপুর হাইওয়ে থানার ওসি মিজানুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি উদ্ধার ও যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। কীভাবে নিয়ন্ত্রণ হারানো হয় তা তদন্ত করে দেখা হচ্ছে।