ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আজ মধ্যরাত (৪ অক্টোবর) থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’ শুরু হচ্ছে। এই সময় নদী ও সাগরে ইলিশ ধরা, পরিবহন, বাজারজাতকরণ ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্য বিভাগের সঙ্গে কোস্টগার্ড, নৌ পুলিশ ও নৌবাহিনী মাঠে থাকবে। অভয়াশ্রম চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা ও বরগুনায় চলছে মাইকিং ও লিফলেট বিতরণ। প্রত্যেক জেলেকে ভিজিএফের আওতায় ২৫ কেজি করে চাল দেওয়া হবে; তালিকা সঠিকভাবে তৈরির দাবি জেলেদের। নিষেধাজ্ঞা ভঙ্গ করলে সর্বোচ্চ ২ বছরের জেল ও ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হবে।
প্রশাসন জানিয়েছে, অভিযান সফল করতে জেলে পল্লীতে চাল বিতরণ ও নদী তীরবর্তী এলাকায় চেকপোস্ট বসানো হবে। ইলিশের ভবিষ্যৎ উৎপাদন বাড়াতে ২২ দিনের এই বিরতি কার্যকর হলে আগামী মৌসুমে ধরা পড়বে আরও বড় সাইজের ইলিশ।