1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ভোলায় কোস্ট গার্ডের অভিযানে গাঁজা-ইয়াবাসহ মাদক কারবারি আটক দক্ষিণ কোরিয়া এআই নিয়ন্ত্রণে যুগান্তকারী আইন চালু করেছে, স্টার্টআপগুলি সম্মতি বোঝা নিয়ে উদ্বিগ্ন ফিলিপাইনস মিয়ানমারের রাজনৈতিক ও জাতিগত গোষ্ঠীগুলিকে ‘স্টেকহোল্ডার মিটিং’-এ স্বাগত জানিয়েছে চীনের গ্রামীণ ব্যাঙ্কগুলি ছাড় দেওয়া সত্ত্বেও ছিনতাইকৃত সম্পত্তি বিক্রি করতে ব্যর্থ পটুয়াখালীতে উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দ কুয়াকাটায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মানববন্ধন ও সৈকত পরিস্কার অভিযান মির্জাগঞ্জে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত বোরহানউদ্দিনে ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগে গণভোটের কোনো আইনগত ভিত্তি নেই, চাপিয়ে দেওয়া হয়েছে জনগণের ওপর: হাফিজ উদ্দিন আহমেদ

বাকেরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মঞ্জুর মোর্শেদ

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পড়া হয়েছে

বরিশালের বাকেরগঞ্জে দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে এবং কড়া নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। উৎসব উপলক্ষে ২৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৫টার দিকে বরগুনা যাওয়ার পথে রঙ্গশ্রী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন বরিশাল রেঞ্জের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জমাদ্দার, সাধারণ সম্পাদক শাহীন তালুকদার, বাকেরগঞ্জ পূজা উদযাপন কমিটির সভাপতি ঝন্টু বাবুসহ উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম পূজামণ্ডপে বক্তব্য রাখতে গিয়ে বলেন,

“এই দেশ কারো বাপের নয়—এই দেশ আমার, আপনার, আমাদের সবার। এখানে ধর্ম নিয়ে কোনো ভেদাভেদ নেই। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। ‘সংখ্যালঘু’ বলে কোনো শব্দের জায়গা এ দেশে নেই—আমরা সবাই এই দেশের গর্বিত নাগরিক।”

তিনি আরও বলেন, “কোনো পরিবারের যদি সন্তান না থাকে, তখন তো আমরা বলি না তারা ‘সংখ্যালঘু পরিবার’। তাহলে হিন্দু ধর্মাবলম্বীদের ক্ষেত্রেই কেন এই শব্দ ব্যবহার করা হবে? আমাদের সবার মিলিত প্রচেষ্টায় বৈষম্যহীন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। এবারের দুর্গোৎসব সেই পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।”

এরপর ৩০ সেপ্টেম্বর রাত ২টার দিকে বরগুনা থেকে ফেরার পথে তিনি উপজেলার বৃহত্তম দেবালয় পূজা মন্দির পরিদর্শন করেন। পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ, দেবালয় পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার দাস, বরিশাল জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট