জাপান জুলাই মাসের প্রকৃত মজুরি সংক্রান্ত পরিসংখ্যান সংশোধন করে জানিয়েছে, আগের ০.৫% প্রবৃদ্ধির বদলে বাস্তবে ০.২% হ্রাস পেয়েছে। টানা সাত মাস ধরে বাস্তব মজুরি কমতে থাকায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ ও নীতির পরিবর্তনে ব্যাংক অব জাপানের সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে।
শুক্রবার দেশটির শ্রম মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জুলাই মাসে নামমাত্র মজুরি আগের বছরের তুলনায় ৩.৪% বেড়েছে। তবে প্রাথমিকভাবে এই প্রবৃদ্ধি ৪.১% ধরা হয়েছিল। মুদ্রাস্ফীতির কারণে এই প্রবৃদ্ধি প্রকৃত আয়ে প্রতিফলিত হয়নি।
অর্থনীতিবিদরা মনে করছেন, দীর্ঘমেয়াদে মজুরির এ ধারা ভোক্তা ব্যয় কমিয়ে দিতে পারে, যা অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে বড় বাধা হয়ে দাঁড়াবে। এ ছাড়া ব্যাংক অব জাপানের সুদের হার নীতিতেও এর প্রভাব পড়তে পারে।
উল্লেখ্য, জাপানে দীর্ঘদিন ধরে শিথিল আর্থিক নীতি চালু রয়েছে। কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মধ্যে প্রকৃত মজুরি টানা সাত মাস ধরে সংকুচিত হওয়ায় শ্রমবাজারের বাস্তব চিত্র স্পষ্ট হয়ে উঠছে।