দীর্ঘ প্রায় ২০ মাস পর যুক্তরাজ্যে ফিরেছেন প্রিন্স হ্যারি। তবে তাঁর এ সফরে বাবা রাজা চার্লসের সঙ্গে দেখা হবে কি না, তা নিয়ে রয়্যাল পরিবারের ভেতর ও বাইরে জল্পনা বাড়ছে।
ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি এই সপ্তাহে যুক্তরাজ্যে ফিরেছেন। তাঁর এই সফরকে অনেকেই সম্ভাব্য পারিবারিক পুনর্মিলনের প্রথম পদক্ষেপ হিসেবে দেখছেন। তবে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ হবে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা নেই।
রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছে। বিশেষ করে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কলের সিদ্ধান্ত—রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্রে বসবাস—বিষয়টি পরিবারে অস্বস্তি তৈরি করেছে। ফলে হ্যারি ও চার্লসের মধ্যে ব্যক্তিগত সম্পর্কও অনেকটা দূরত্বপূর্ণ হয়ে পড়ে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, হ্যারির হঠাৎ ফেরা এবং সম্ভাব্য সাক্ষাৎ প্রসঙ্গ যুক্তরাজ্যে জনমনে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। অনেকে এটিকে সম্পর্ক মেরামতের সুযোগ হিসেবে দেখছেন, আবার অনেকে মনে করছেন রাজপরিবারের ভেতরের দূরত্ব এত সহজে ঘুচবে না।
রাজপ্রাসাদ সূত্র এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে হ্যারির সফর নিয়ে গণমাধ্যমে আলোচনার তীব্রতা ইঙ্গিত করছে, ব্রিটিশ রাজপরিবারের অভ্যন্তরীণ সম্পর্ক এখনো বিশ্বজুড়ে নজর কাড়ছে।