1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দক্ষিণ কোরিয়ায় টানা তৃতীয় দিনের বৃষ্টিপাতে দুর্যোগ, নিরাপদ আশ্রয়ে ৫ হাজার মানুষ ডলারের টানা দ্বিতীয় সপ্তাহের উত্থান: সুদহার কমানোর সম্ভাবনা কমছে ট্রাম্পের নির্দেশ: এপস্টিন মামলার গ্র্যান্ড জুরি ট্রান্সক্রিপ্ট প্রকাশের উদ্যোগ 🇺🇸 ট্রাম্প আজ বিকেলে একাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন: হোয়াইট হাউজ দক্ষিণ কোরিয়ায় প্রবল বৃষ্টিপাত: ভূমিধসে ১ জন নিহত, ১০০+ মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতা নিয়ে শঙ্কা—অস্থিরতায় ডলার বাজার চাহিদা বৃদ্ধির আশা ও অর্থনৈতিক ইতিবাচক তথ্যের জেরে তেলের দাম ঊর্ধ্বমুখী মৌলভীবাজারে জুলাই শহীদ দিবস পালিত কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃ*ত্যু ময়ুর মিয়া হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, মূল আসামি গ্রেপ্তার

নিয়মনীতির তোয়াক্কা করছেন না বোরহানউদ্দিন উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

আবু মাহাজ, ভোলা প্রতিনিধিঃ
  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ২৩ বার পড়া হয়েছে

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মনীতির আওতায়
রীতিমতো ক্লাশ না করেই নিচ্ছেন সরকারি বেতন ভাতা।

গত ১৫-৫-২৫ ইং জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভি এবং বিভিন্ন দৈনিক পত্রিকায় ” ভোলায় প্রাথমিকের শিক্ষকরা ক্লাশে উপস্থিত না থেকেও বেতন ভাতা পাচ্ছেন ” নামে সংবাদ প্রচার করেন।

কিন্তু এধরণের অনিয়মের সংবাদ প্রচার হওয়ার পরেও নিজেদের কে শুধরে নেয়নি বোরহানউদ্দিন উপজেলার একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বরং এধরণের অনিয়মের নিউজ প্রচারের বিপরীতে প্রতিবাদও দিতে দেখা গিয়েছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নাম দিয়ে।
এ বিষয়ে আরও তথ্য সংগ্রহ করতে এ প্রতিবেদক বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় এবং অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গেলে পাওয়া যায় একাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সময় মত বিদ্যালয়ে আসেও না এবং সঠিক সময় মত বিদ্যালয় ছুটি না দিয়ে চলেও যায়।

গত কয়েকদিনের তথ্য প্রমাণে দেখাযায়, ১৯ মে সকাল ৯ টা ৩৫ মিনিটেও কোন শিক্ষক উপস্থিত নেই গংগাপুর আলম বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। কোমলমতি শিশুরা স্কুলে এসে দেখে কলাপসিবল গেইটও তালা ঝুলানো, শিশু শিক্ষার্থীরা দাঁড়িয়ে থাকে গেইটের বাহিরে।
স্হানীয়রা জানান, এটা আর নতুন কি স্যার। এই আপনেরা আজ আইছেন তারপর কাল থেকে কয়েকদিন হয়ত ঠিকমতো আইবো। আবার আগের মতই আইবো যাইবো, দেখার তো আর কেউ নেই ( স্থানীয় ভাষায়) ।

এরপরে গতকাল ২৮ মে বিকেল ৩:৫৫ মিনিটে ৭০নং পশ্চিম দেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় বিদ্যালয়টি তালা ঝুলানো।
স্থানীয়দের সাথে কথা বলে জানাযায়, প্রধান শিক্ষকের বাড়ির কাছের স্কুল হওয়ায় তার বিরুদ্ধে কেউ কিছু বলতে ভয় পায়। তাই স্থানীয়দের সহ ফেইসবুক আইডিতে লাইভ পোস্ট করেন এ প্রতিবেদক।

এরপরেই শুরু হয় বিভিন্ন ব্যাক্তির কাছ থেকে ফোন তদবির। অনুরোধ করা হয় ফেইসবুক লাইভ পোস্ট ডিলিট করার জন্য কিন্তু এ প্রতিবেদক তাতে সায় দেয়নি।

এরপরে ২৯ মে বেলা ১: ৪৭ মিনিটের সময় ৫৩ নং দঃ দেউলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় কোন শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত নেই। এবং বিদ্যালয়ে পতাকাও উত্তোলন করা নেই।
স্থানীয়রা জানান, গ্রামের মধ্যের ইস্কুলে কোন কোন শিক্ষক আসে আবার আসেও না— দেখার তো কেউ নেই। পোলাপান পড়ুক আর না পড়ুক হেগো কি ( স্থানীয় ভাষায়)।

এতকিছুর পরেও কি টনক নড়বে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের? এই প্রশ্নই সচেতন মহলের।

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাজমুল হাসান কে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অনুপস্থিতির বিষয় টি অবগত করলে তিনি বলেন, আমি আপনার অভিযোগের সত্যতা নিশ্চিত করতে তাদের কে শোকজ করেছি। আমি এর সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এবং আমি এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও জানিয়েছি বলে জানান উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার।

এবিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আপনাদের কাছ থেকে যে তথ্য পেলাম সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

তারিখ: ৩১–৫-২৫ ইং

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট