পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো আরাফাত রহমান কোকো স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্ট।
মঙ্গলবার বিকেলে পটুয়াখালী মেডিকেল কলেজ মাঠে কনিকা স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আরাফাত রহমান স্মৃতি ক্রিয়া সংসদ এবং রানার আপ হয়েছে মাহিন সুপার সিক্স।
জেলা বিএনপির সদস্য ও জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. বশির আহমদ মৃধা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির এবং বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদশা মৃধা।
এ সময় বক্তারা বলেন, প্রয়াত আরাফাত রহমান কোকো ছিলেন ক্রীড়াবান্ধব একজন নেতা। তিনি দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট তরুণ সমাজকে ক্রীড়ার প্রতি উৎসাহিত করবে এবং সমাজ থেকে মাদক ও অসামাজিক কার্যকলাপ দূর করতে সহায়তা করবে।
বক্তারা আরও বলেন, খেলাধুলা যুব সমাজকে শৃঙ্খলিত ও সুস্থ রাখে, তাই এ ধরনের উদ্যোগ আরও বৃদ্ধি করা প্রয়োজন।