1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৭ মে ২০২৫, ১২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

স্বৈরাচারী সরকার অর্থনীতিকে খোকলা করে পালিয়েছে; নাসের রহমান

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের জেষ্ঠ পুত্র সাবেক এমপি এম নাসের রহমান বলেছেন, দেশ থেকে পালিয়ে যাওয়া স্বৈরাচার বাংলাদেশকে লুটপাট করে অর্থনৈতিকভাবে ধ্বংস এবং খোকলা করে দিয়ে গেছে। সেজন্যই কাজের লোকদের বের করে এনে দলের দায়িত্ব দিতে হবে।

ফ্যাসিস্ট আওয়ামীদের জুলুম নির্যাতন, দুর্নীতি-লুটপাটসহ তাদের সকল অন্যায় অপকর্মের তালিকা জাতির কাছে তুলে ধরতে হবে। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে দলের নেতৃত্বে মেধাবী, সৎ ও আদর্শবানদের নেতৃত্বের জন্য আহ্বান জানিয়েছেন। আমাদের দলকে আরও সমৃদ্ধ শক্তিশালী করতে হবে।

তিনি বুধবার (২৯শে জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের বড়লেখার নবগঠিত উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গরূপে গঠনে কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্বকে সামনের সাড়িতে এনে দিতে কাউন্সিলের পূর্বমুহূর্তে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এম নাসের রহমান দলীয় নেতৃবৃন্দকে তারেক রহমানের কঠোর বার্তা শুনিয়ে আরো বলেন, দলের নাম ভাঙিয়ে কোনো নেতা-কর্মী জনগণের আস্থা নষ্ট করলে তাকে আমরা নিজের ভাবতে পারবো না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে কোনো নমনীয় হওয়া যাবে না।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল মুকিত, বকশি মিছবাউর রহমান, নাসির উদ্দিন আহমদ মিঠু, আব্দুল হাফিজ।

অন্যদের মধ্যে উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, সদস্য আলাল উদ্দিন, জাহিদুল ইসলাম মামুন, অধ্যাপক আব্দুস শহীদ খান, আব্দুল কুদ্দুছ স্বপন, পৌর বিএনপি’র আহ্বায়ক মীর মখলিছুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য ও প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল ইসলাম, আব্দুল হাফিজ ললন, আব্দুল মালিক প্রমুখ মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন। আগামীতে নতুন সৎ নিষ্ঠাবান নেতৃত্বকে স্বাগত জানিয়ে বরন করে নেওয়া হবে বলে আশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট