1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ০৭ মে ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপনের যৌথ স্বাক্ষরে সম্প্রতি এ কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপি’র ২১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটিতে ত্যাগী নির্যাতিত অনেক নেতাদের ঠাঁই হয়নি।

ঘোষিত উপজেলা আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন, আহ্বায়ক অলি আহমদ খাঁন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য-দুরুদ আহমদ, মো. শফিকুর রহমান চৌধুরী, গোলাম কিবরিয়া সফি, মো. আলম পারভেজ চৌধুরী সোহেল, পুষ্প কুমার কানু, এডভোকেট আব্দুল আহাদ, ইলিয়াছ মিয়া, তাজ উদ্দিন তাজু, তোফায়েল আহমদ চৌধুরী, মো. শামীমুল আহসান (শামীম), লোকমান হোসেন চৌধুরী, মো. সবুর রহমান, সিরাজুল ইসলাম, আহমেদুর রহমান খোকন, বাবুল হোসেন চৌধুরী, বীরবল প্রসাদ পাল, নজরুল ইসলাম মনির ও আনসার শুকরানা মান্না।

এদিকে, কমলগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন-আহ্বায়ক সুয়েব আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরওয়ার শুকরানা মান্না, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর ও শফিকুর রহমান। সদস্য-ইকবাল পারভেজ চৌধুরী শাহীন, আবু ইব্রাহিম জমশেদ, সৈয়দ জামাল হোসেন, সৈয়দ খালেদ মাহমুদ, সৈয়দ রকিব উদ্দিন, আব্দুস সালাম, শিউলী আক্তার শাপলা, শেখ জসিম উদ্দিন শাকিল, রবিউল ইসলাম অভি, আবু সাদাত মো. সায়েম শামীম, আবু সুফিয়ান, মো. রাসেল হাসান বক্ত, মো. নোমান আলী, কে এস হেলাল খসরু, ইয়াদুল হাসান চৌধুরী, মো. হারুনুর রশিদ ও আব্দুস শহীদ।

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন জানান, ঘোষিত এসব কমিটি তৃণমূলে দলকে শক্তিশালী করার লক্ষ্যে ওয়ার্ড থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে উপজেলা ও পৌর কমিটি সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হবে। ঘোষিত এসব কমিটি আগামী দুই মাসের মধ্যে ওয়ার্ড ও ইউনিয়ন বিএনপি’র সম্মেলনের মাধ্যমে সম্পন্ন করতে হবে বলে জানান তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট