1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
প্রাণিসম্পদ উন্নয়নে আন্তঃদেশীয় সহযোগিতার নতুন অধ্যায় পাকিস্তানে জিজেইউএস প্রতিনিধি দলের সফর ভোলায় বোরো ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা ভোলায় যৌথ বাহিনীর অভিযানে ৬টি হাতবোমা ও ৫টি দেশীয় অস্ত্রসহ আটক -১ চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপে অর্থনীতি ও পর্যটনে নতুন দিগন্ত এমপিও নামক সোনার হরিন কি আদৌ মিলবে? ভোলায় বাস ও সিএনজি শ্রমিকদের দ্বন্দ্বে আবারও অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ নীলফামারীর কিশোরগঞ্জে অস্ত্রসহ কথিত এক ভূয়া সমন্বয়ক গ্রেফতার ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত। ভোলায় মা ও শিশু স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন জলঢাকায় প্রধান শিক্ষিকার অপসারণের দাবিতে বিক্ষোভ ওস্মারক লিপি প্রদান ও অবস্থান কর্মসূচি

শিক্ষক প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত হলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়-জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি এম. আমনুল্লাহ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৭ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়ায় বর্ণিল আয়োজনে লংলা আধুনিক ডিগ্রি কলেজের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টায় জাতীয় সঙ্গিত ও স্বাধীনতার গানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়।
ব্যানার, ফ্যাস্টুনে সজ্জিত কলেজের প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমনুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. খন্দকার মো. আশরাফুল মুনিম।

গুণীজন হিসেবে সংবর্ধনা দেয়া হয়েছে অষ্ট্রেলিয়া প্রবাসী বিশিষ্ট জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরীকে। গেস্ট অভ অনার হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য দেন শাবির সাবেক রেজিস্টার জামিল আহমেদ চৌধুরী, উপস্থিত ছিলেন ইউএনও কুলাউড়া মো. মহিউদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমনুল্লাহ বলেন, কলেজে শিক্ষকরা আসবেন শুধু শিক্ষার্থীদের লেখাপড়া করানোর জন্য। কলেজ ক্যাম্পাসে কোন শিক্ষক রাজনীতি করতে পারবেন না, রাজনীতি করতে হলে রাজনৈতিক অঙ্গনে গিয়ে রাজনীতি করতে হবে। শিক্ষকরা প্রত্যক্ষ রাজনীতিতে জড়িত হলে শিক্ষার পরিবেশ বিঘিœত হয়। ক্ষমতায় থাকার জন্য বিগত শিশুসহ শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি, তাদেরকে পালিয়ে বাঁচতে হয়েছে।

তিনি আরও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর যখন স্বৈরাচারী সরকার প্রধান পালিয়ে যাওয়ার পর সেই সরকারের মন্ত্রী, সব এমপিরাও পালিয়ে গেলেন। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব নেয়ার পর সেখানে গিয়ে কিছুই পাইনি। আমার চেয়ারের তোয়ালিটা পর্যন্ত নিয়ে গেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে আমার কাছে লংলা আধুনিক ডিগ্রি কলেজের পক্ষ থেকে যেসকল দাবি জানানো হয়েছে তা দ্রæত পেয়ে যাবেন। তবে শিক্ষার্থীরা যেন মান সম্পন্ন শিক্ষা পায় সেই বিষয়টি কলেজ কর্তৃপক্ষকে নিশ্চিত করতে হবে।
আলোচনা সভায় সভাপতিত্বে করেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও সাবেক এম,পি নওয়াব আলী আব্বাছ খাঁন।
গেস্ট অভ অনার হিসেবে মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেন, শিক্ষার্থীদেরকে বিশ^ পরিস্থিতির সাথে সঙ্গতি রেখে আইটিসহ কর্মমুখী শিক্ষায় দক্ষ করে তুলতে হবে যাতা তারা মানব সম্পদে পরিনত হতে পারে।

বিশিষ্ট জিনবিজ্ঞানী ড. আবেদ চৌধুরী বলেন, দেশকে খাদ্যে সয়ংসম্পূর্ণ করে তুলতে হবে, এজন্য কৃষি ক্ষেত্রে গবেষণা চালিয়ে যেতে হবে আগামী প্রজন্মকে। যারা দেশে-বিদেশে নিজেদের প্রশংসনীয় কাজের জন্য স্মরণীয় হয়ে থাকবেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান। রজতজয়ন্তী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকমন্ডলী অভিভাবক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট