তাবলীগ জামাতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে ৬ দফা দাবিতে ভোলায় সংবাদ সম্মেলন করেছেন সচেতন ছাত্র সমাজ সদস্যরা ।
আজ সকালে ভোলা প্রসক্লাব হলরুমে সচেতন ছাত্র সমাজের আয়োজন এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন, সচেতন ছাত্র সমাজের সদস্য মোঃ হাছনাইন, আবদুর রহমান, মোঃ হাসনাইন, বিল্লাল হোসেন, ইস্রাফিল খলিল সহ আরো অনেকে।
সচতেন ছাত্র সমাজের দাবী গুলো হচ্ছে ১. প্রধান মুরুব্বিদের আগমনে বৈষম্য ২. কাকরাইল মসজিদ ব্যবহারে বৈষম্য, ৩. টঙ্গীর ইজতেমা ময়দানে নিয়ন্ত্রণে বৈষম্য, ৪. ইজতেমার সময় বরাদ্দে বৈষম্য, ৫. মসজিদ কেন্দ্রিক আমলে বাধা প্রদান ও বৈষম্য, ৬. পাঁচ দিনের জোর আয়োজন বৈষম্য।