1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
চরফ্যাশনে হামলার প্রতিশোধ ও চর দখল করায় বিএনপির ২ নেতাকে কুপিয়ে জখম বড়লেখা পুলিশের জালে ৭ পলাতক আসামি গ্রেপ্তার ধানক্ষেতে মিললো বিশালাকৃতির অজগর সাপ মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে ৩ নম্বর সতর্ক সংকেত বরিশাল বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করল বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি-এর যুক্তরাষ্ট্র সফর: ট্রাম্পের সঙ্গে বৈঠকে মূল আলোচনায় সামরিক ব্যয় ও চীন প্রসঙ্গ ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের জাপান সফর: মেটাপ্ল্যানেট ফার্মের শেয়ারহোল্ডারদের সভায় যোগ দেবেন শক্তিশালী ডলারের প্রভাবে সোনার দামে পতন, পাওয়েলের ভাষণের দিকে তাকিয়ে বিনিয়োগকারীরা জলবায়ু উষ্ণায়নের প্রভাবে শ্রমজীবীরা মারাত্মক ঝুঁকিতে, জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছে জাতিসংঘ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ৬৩ বার পড়া হয়েছে

 

দেশের সর্বনিম্ন তাপমাত্রা দু’দিন ধরে বিরাজ করছে চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে।

সোমবার (২৫শে নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় এখানে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন শনিবারও এখানে একই রকম তাপমাত্রা রেকর্ড করা হয়।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী মো. আনিসুর রহমান বলেন, ‘চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে শ্রীমঙ্গলে।

তিনি বলেন, ‘নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এখানে কিছুটা বেশি শীত অনুভূত হচ্ছে। দিনের বেলায় সূর্যের তাপে কিছুটা গরম অনুভব হলেও সন্ধ্যা নামলেই প্রচুর শীত অনুভূত হচ্ছে। সকালবেলা কুয়াশা পড়ছে। একইসঙ্গে বইছে হিমেল বাতাস।

তবে অতি শীঘ্রই জেঁকে বসবে শীত। আগামি তিন দিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত ও দিনে তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

এদিকে তাপমাত্রা কমার সঙ্গে সর্দি-কাশি, অ্যাজমাসহ ঠাণ্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাহবুবুল আলম ভূইয়া বলেন, ‘খুব বেশি প্রয়োজন ছাড়া চলতি আবহাওয়ার সময় শিশু ও বয়স্করা ঘর থেকে বের না হওয়াই উত্তম। বিশেষ প্রয়োজনে বের হতে হলে অবশ্যই গরম কাপড় পরতে হবে।’

এছাড়া ধুলাবালি থেকে রেহাই পেতে মাস্ক ব্যবহারের ওপর জোর দেন তিনি। সর্দি, কাশি, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি কম হলেও আউটডোরে প্রচুর রোগী চিকিৎসা নিচ্ছে বলেও জানান তিনি। ঠান্ডাজনিত রোগে রোগিদের সংখ্যা ক্রমাগত বাড়তে পারে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট