1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকা থানায় জয়েন করায় প্রথম মাসেই প্রশংসায় ভাসছেন অফিসার ইনচার্জ নাজমুল আলম ভোলা সদরে কৃষক–কৃষাণী প্রশিক্ষণ ও প্রদর্শনী উপকরণ বিতরণ যুক্তরাষ্ট্রের সিডিসি নবজাতকদের জন্য হেপাটাইটিস বি ভ্যাকসিনের সার্বজনীন সুপারিশ প্রত্যাহার করেছে ট্রাম্প ভেনেজুয়েলার স্যাঙ্কশন্ড অয়েল ট্যাঙ্কারের উপর ‘টোটাল ব্লকেড’ ঘোষণা করেছেন, তেলের দাম ১% এর বেশি বেড়েছে চীনের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ান তাইওয়ান প্রণালী দিয়ে যাত্রা করেছে: তাইপেই বিজয় দিবসে ভোলায় জনসাধারণের জন্য উন্মুক্ত কোস্টগার্ডের যুদ্ধজাহাজ ‘রাজাকার’ স্লোগান দিয়ে হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে, ভোলায় জামায়াতের সংবাদ সম্মেলন জলঢকায় চোরাইকৃত একটি মোটরসাইকেলও ২জন চোর আটক লংগদুতে ২০০ পিস ইয়াবা উদ্ধার, একজন আটক অটো শিল্পের চাপে ইইউ ২০৩৫ জ্বালানি ইঞ্জিন গাড়ি নিষেধাজ্ঞায় ছাড় দিতে প্রস্তুত

মৌলভীবাজারে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

 

 

দীর্ঘ দিনের বিভেদ ভুলে মৌলভীবাজারে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচি ঘিরে দলীয় কর্মসূচি পালনে একমঞ্চে বসে বক্তব্য দিয়েছে জেলা বিএনপি’র নবগঠিত আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।

এম নাসের রহমান সহ নবগঠিত কমিটি দিনের প্রথম প্রহরে মৌলভীবাজারের বাহার মর্দন নিজ বাড়িতে নবগঠিত জেলা কমিটি প্রয়াত সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান এর সন্মানে শ্রদ্ধা জানিয়ে নবগঠিত কমিটির নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।

বৃহস্পতিবার বিকালে শহরের পৌরসভা মিলনায়তনে শুরু হয় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ওই অনুষ্ঠান।

জেলা বিএনপির আয়োজনে ওই অনুষ্ঠানে একমঞ্চে দেখা গেছে সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, এম নাসের রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান সহ দলের সিনিয়র নেতাদের। এসময় অনুষ্ঠানস্থলের ভিতর ও বাহিরে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি এম নাসের রহমান জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঘটে যাওয়া সেদিনের ঘটনার বর্ণনা তুলে ধরে বক্তব্য রাখেন। বলেন, সিপাহী বিপ্লবের মাধ্যমে ৭ ই নভেম্বর সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করেন বলেই ৭ ই নভেম্বর আমাদের জন্য তাৎপর্যপূর্ণ।

জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন এর সভাপতিত্বে ও নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্য মুহিতুর রহমান হেলাল এর সঞ্চালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহবায়ক কমিটির সদস্য, মোয়াজ্জেম হোসেন মাতুক, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ভিপি মিজানুর রহমান, আব্দুল মুকিত, আশীক মোশাররফ, হেলু মিয়া, বকসী মিছবাউর রহমান, মোশাররফ হোসেন বাদশা, মতিন বক্স, মনোয়ার আহমেদ রহমান, ফখরুল ইসলাম, মারুফ আহমদ, স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট