1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
কুয়াকাটা বাস টার্মিনালে গাঁজা সেবনের দায়ে যুবকের ১৫ দিনের কারাদণ্ড  চায়না ভ্যাঙ্কে ডিফল্ট এড়াতে বন্ড পেমেন্টের জন্য নতুন প্রচেষ্টা, বন্ডহোল্ডারদের সমর্থন চাইছে ইইউ অটোমেকারদের চাপে নতি স্বীকার করে ২০৩৫ জ্বালানি গাড়ি নিষিদ্ধকরণ পুনর্বিবেচনা করছে হংকংয়ের গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাই বিদেশি শক্তির সাথে ষড়যন্ত্রের অভিযোগে দোষী সাব্যস্ত চীনের নভেম্বর শিল্প উৎপাদন বার্ষিক ৪.৮% বৃদ্ধি, খুচরা বিক্রি মাত্র ১.৩% বেড়েছে যুক্তরাজ্যে ক্রিপ্টো অ্যাসেট নিয়ন্ত্রণ অক্টোবর ২০২৭ থেকে শুরু হবে: অর্থ মন্ত্রণালয় শ্রীমঙ্গলে ৩ লাখ মানুষের চিকিৎসাসেবা ১জন ডাক্তারের কাঁদে কুড়িগ্রামের রাজারহাটে সিগারেট কোম্পানির অফিসে ডাকাতি, নৈশপ্রহরী হত্যা: এলাকায় আতঙ্ক, পুলিশ তদন্ত শুরু ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ৯৫ দিন পর ভারতীয় কারাগার থেকে মুক্তি পেলেন ভোলার ১৯ জেলে

ঘূর্ণিঝড় “রেমাল” এর প্রভাবে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ক্ষয়-ক্ষতির প্রাথমিক তথ্য

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৬২ বার পড়া হয়েছে

ঘূর্ণিঝড় “রেমাল এর প্রভাবে প্রায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগলিক এলাকায় ঝড়-বৃষ্টির খবর পাওয়া গেছে যার মধ্যে ৬৫টি সমিতিতে গ্রাহক সংযোগ আংশিক বা সম্পুর্ণ বন্ধ আছে। এছাড়া ঘূর্ণিঝড় প্রবণ এলাকার ৩০ টি সমিতি-তে “রেমাল” এর আঘাতে প্রাথমিক ক্ষয়-ক্ষতির তথ্য-
পোল বিনষ্ট-২৩৯২টি, ট্রান্সফরমার বিনষ্ট-১৯৮২টি, স্প্যান (তার ছেঁড়া)-৬২৪৫৪টি, ইন্সুলেটর ভাঙ্গা-২১৮৪৮টি, মিটার বিনষ্ট-৪৬৩১৮টি। সার্বিক ভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি ৭৯০২ (উনআশি কোটি দুই লক্ষ) টাকা। বেলা ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসার বিদ্যুৎ বিহীন গ্রাহক-১,২৬,৭৯,০০০ (এক কোটি ছাব্বিশ লক্ষ উনআশি হাজার।
ঘূর্ণিঝড় “রেমাল এর প্রভাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র প্রাথমিক ক্ষয়-ক্ষতির তথ্য-

পোল বিনষ্ট-২৩৯২টি, ট্রান্সফরমার বিনষ্ট-১৯৮২টি, স্প্যান (তার ছেঁড়া)-৬২৪৫৪টি, ইন্সুলেটর ভাঙ্গা-২১৮৪৮টি, মিটার বিনষ্ট-৪৬৩১৮টি। সার্বিক ভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি ৭৯০২ (উনআশি কোটি দুই লক্ষ) টাকা। বেলা ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসার বিদ্যুৎ বিহীন গ্রাহক-১,২৬,৭৯,০০০ (এক কোটি ছাব্বিশ লক্ষ উনআশি হাজার।
ঘূর্ণিঝড় “রেমাল এর প্রভাবে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)’র প্রাথমিক ক্ষয়-ক্ষতির তথ্য-
পোল বিনষ্ট-২০টি, পোলে হেলে পড়া-১৩৫টি, বৈদ্যুতিক তার ছিড়ে যাওয়া-২৪.৩৪ কি:মি:, ১১ কেভি পোল ফিটিংস বিনষ্ট হওয়া-১৪২ সেট, ট্রান্সফরমার বিনষ্ট-১২টি, ১১ কেভি ইন্সুলেটর বিনষ্ট-১৩৪। সার্বিক ভাবে প্রাথমিক ক্ষয়ক্ষতি ৫,৭৬,৭৫,৫০০ (পাঁচ কোটি ছিয়াত্তর লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশত) টাকা। বেলা ৫টা পর্যন্ত প্রাপ্ত তথ্যানুসারে ঘূণীঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিহীন গ্রাহক সংখ্যা ৪,৫৩,০৮১ (চার লক্ষ তিপান্ন হাজার একশি)।

ঘূর্নিঝড় “রেমাল” পরবর্তী FSRU -এর অপারেশনাল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে স্থাপনাসমূহের কোন ধরনের ক্ষতি সাধিত হয়নি। এখনো প্রচন্ড ঝড়োবাতাস সহ বৃষ্টি ও High Wave বিদ্যমান রয়েছে। ঘূর্নীঝড়ের প্রভাবে হ্রাসকৃত RLNG সরবরাহ গতকাল বিকেল থেকে ধীরে ধীরে বৃদ্ধি করে বর্তমানে তা ১০০০ এমএমসিএফডিতে উন্নীত হয়েছে। আজ দুপুর হতেই তা ১১০০ এমএমসিএফডি তে উন্নীত করা সম্ভব হয়েছে।
ঘূর্ণিঝড় চলমান থাকায় ক্ষয়-ক্ষতির প্রকৃত পরিমান সরেজমিনে পরিদর্শন পূর্বক নির্ণয় করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে মাঠ পর্যায়ে কর্মকর্তাগণের সাথে টেলিফোনে আলোচনা করে ক্ষয়-ক্ষতির একটি প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। কেন্দ্রীয়ভাবে ২৪ ঘন্টাব্যাপী কন্ট্রোল রুম-এর মাধ্যমে তদারিকি করা হচ্ছে। জেলা পর্যায় ও সমিতি ভিত্তিক কন্ট্রোল রুম রয়েছে। পরিবরহন ঠিকাদারকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এলাকায় সকল ধরনের কর্মকর্তাগণের ছুটি বাতিল করে রক্ষণাবেক্ষণ কাজের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

বিদ্যুৎ বিভাগের নির্দেশে সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার জন্য পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর লোকজন প্রয়োজনীয় মালামালসহ প্রস্তুত রয়েছে। ঝড় বা বাতাস কমার সাথে সাথে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট