1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫-এ স্বর্ণপদক অর্জনে বাংলাদেশ নৌবাহিনী ভোলার চর কুকরী মুকরীতে শুটকি উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত জুড়ী উপজেলা বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন সভাপতি রেজা, সম্পাদক মতিউর অস্বাভাবিকভাবে শান্ত ক্রেডিট বাজারে উদ্বেগের কিছু ক্ষেত্র চীনের ইস্পাত রপ্তানি বৃদ্ধির মুখে জাপানের ইস্পাত শিল্প শুল্ক ফাঁকি রোধে সংস্কার দাবি করছে  গুগল অস্ট্রেলিয়ার টেলিকম কোম্পানিগুলোর সাথে প্রতিযোগিতা-বিরোধী চুক্তির জন্য ৩৬ মিলিয়ন ডলার জরিমানায় সম্মত চীনের অর্থনৈতিক পরিকল্পনা ঠাণ্ডা হচ্ছে: প্রবৃদ্ধি মন্দা, বাজারে চ্যালেঞ্জ ভারতের রুশ ক্রুড তেল ক্রয় বন্ধ করতে হবে: মার্কিন উপদেষ্টা নাভারো  ট্রাম্প-জেলেনস্কি বৈঠক ও জ্যাকসন হোল সম্মেলনের আগে মার্কিন ডলার স্থিতিশীল

৭ বছরের শিশুকন্যা ধর্ষিত; মামলা তুলে নিতে হুমকি

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের লক্ষীপুর এলাকায় ৭ বছরের শিশুকন্যার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষক কান্ত মালাকার (২১) নামে একজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শনিবার (২৬শে এপ্রিল) বিকাল ৪টাযর দিকে উপজেলার লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এঘটনায় শিশুর মা বাদী হয়ে পরদিন রোববার রাতে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করলে সোমবার ভোরে পুলিশ অভিযুক্ত ধর্ষক কান্ত মালাকার (২১)কে গ্রেপ্তার করেছে।

অভিযোগের বিবরণীতে জানা জানা যায়, পটেটো চিপস এর লোভ দেখিয়ে বাড়ির সম্পর্কে ভাগ্নী শিশুকে পার্শ্ববর্তী বসতঘরে নিয়ে ধর্ষণ করে মামা কান্ত মালাকার। শিশুটি কান্না করলে মা কান্নার কারন জানতে চান। পরে শিশুটি মায়ের কাছে ঘটনার বর্ণনা করে। পরে শিশুটিকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এঘটনায় শিশুর মা (ইতি রানী মল্লিক) বাদী হয়ে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করেন। শমশেরনগর ফাঁড়ির পুলিশ সোমবার ভোরে নিজ বাড়ি থেকে অভিযুক্ত ধর্ষক কান্ত মালাকারকে গ্রেপ্তার করে।

সোমবার রাতে ভোক্তাভোগী পরিবারের ইতি রানী মল্লিক ও তার ভাই সত্যজিৎ মল্লিক এর সাথে কথা বললে জানায়, ধর্ষককের পরিবারের লোকজন দ্বারা হুমকি ধামকি দেওয়া হচ্ছে। হুমকি দাতা সুজিত মল্লিক, কানু মল্লিক, অনন্ত মল্লিক। ভোক্তভোগী পরিবারের দাবি তারা নিরাপত্তাহীনতায় আছেন।

এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া বলেন, অভিযোগের সাথে সাথেই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। শিশুটি অভিযুক্তের সম্পর্কে ভাগ্নী। আসামীকে সোমবার সকালে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ভোক্তভোগী পরিবারকে হুমকির বিষয়ে জানতে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এমন কোন বিষয় ঘটে থাকলে তদন্তকারী কর্মকর্তা নতুবা আমাকে অবগত করবেন এ বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট