1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বরিশাল–পটুয়াখালী ২৩০ কেভি সঞ্চালন লাইনের ক্ষতিগ্রস্ত ১৬ পরিবার পেল ক্ষতিপূরণের চেক জার্মান অর্থনীতি ২০২৬ সালে মৃদু বৃদ্ধির সম্মুখীন, বিশ্ব বাণিজ্য স্থবিরতার কারণে: আইডব্লিউ ইনস্টিটিউট সিরিয়ার অর্থনীতি বৃদ্ধির গতি ত্বরান্বিত, শরণার্থীরা ফিরে আসছে: কেন্দ্রীয় ব্যাংক প্রধান AMD প্রধান বললেন, চীনে AI চিপ পরিবহনে ১৫% কর দেওয়ার জন্য প্রস্তুত কোম্পানি ভারতীয় ONGC রক্ষার পথে রাখছে রাশিয়ার সাখালিন-১ প্রকল্পে ২০% অংশীদারিত্ব লেবানন প্রেসিডেন্ট: সিজফায়ার আলোচনার মূল লক্ষ্য ইসরায়েলি আক্রমণ বন্ধ করা পূর্ব এশিয়ায় চীনের সর্ববৃহৎ সামরিক মোতায়েনে তাইওয়ান ও জাপানের উদ্বেগ  ভোলায় কাজী ফার্মসের কন্ট্রাক্ট ফার্মিং বন্ধের দাবিতে ১০ হাজার প্রান্তিক খামারির ৭ দিনের আল্টিমেটাম জন্ম-মৃত্যু নিবন্ধনে সারাদেশে প্রথম হল পটুয়াখালী, ধারাবাহিক সাফল্যে বিভাগেও অগ্রণী পটুয়াখালীতে আন্তঃজেলা ছিনতাইচক্রের ৭ সদস্য গ্রেফতার, চারটি অটোগাড়ি উদ্ধার

নওগাঁর বদলগাছীতে ভিজিডি কার্ডের চাল ১৮ মাস না পাওয়ার অভিযোগ 

মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৮৪ বার পড়া হয়েছে

বদলগাছী উপজেলার মিঠাপুর ইউনিয়ন পরিষদের  ভিজিডি কার্ডের তালিকায় নাম থাকার পরও ১৮ মাস ধরে কোনো চাল না পাওয়ায় অভিযোগ জানিয়েছেন এক দরিদ্র নারী মেরিনা।

জানা গেছে মিঠাপুর ইউনিয়নের পূর্ব খাদাইল গ্রামের বাসিন্দা মেরিনার মৌখিক   অভিযোগ, ভিজিডি (ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট) কার্ডে তার নাম থাকলেও  চাল পাননি  ১৮ মাস ধরে।

সরকার পরিবর্তনের পর তিনি জানতে পারেন তার নামে চালের কার্ডের তালিকায় নাম আছে। গত জুলাই ও আগস্ট মাসের চাল তিনি পেয়েছেন। তার নামে বরাদ্দ হওয়া চাল ফেরত এবং এ ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেন মেরিনা খাতুন ও তার স্বামী।

এ বিষয়ে মিঠাপুর ইউনিয়ন পরিষদের সচিব বলেন,  ভিজিডি সুবিধাভোগীর মধ্যে তার নাম  রয়েছেন। তাদের মধ্যে মেরিনা খাতুনের নামে ১৯২ নং তালিকা  আছে যার ভোটার আইডি নং ৬৮৫৮৯২৭০৪৬। প্রায় ১৮ মাস ধরে ওই নারীর চাল না পাওয়ার কথা স্বীকার করে ইউপি সচিব নাহিদ আক্তার   বলেন, ‘ ভূল করে এই কার্ডটি অন্য এক নারীর কাছে চলে গেছে।এ ব্যাপারে চেয়ারম্যানই ভালো বলতে পারবেন।

মেম্বার হারুন রশীদের কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয় টি সঠিক, অফিস চাপ দিলে ইউনিয়ন পরিষদ চাল ফেরত দিতে বাধ্য থাকিবে।

৮ নংওয়াডের মেম্বার এমরান সরকার লিটনের কাছে জানতে চাইলে তিনি বলেন মেরিনা আইডি ও তালিকায় নাম সঠিক কিন্তু কি ভাবে কি হয়েছে জানিনা।তবে গত দুই মাস থেকে চাল পাচ্ছে মেরিনা।

মহিলা সদস্য শাহানাজের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি শুনেছি বিষয় টি সঠিক সে চাল পাইনি, তবে দুই মাস থেকে চাল পাচ্ছে।

স্থানীয় এলাকার স্বচেতন মহলের কাছে জানতে চাইলে তিনারা বলেন বর্তমানে মিঠাপুর ইউনিয়ন পরিষদ বিভিন্ন সদস্যের বিভিন্ন মতে, এবং বিভিন্ন নেতাদের অনুকূলে, সাধারণ মানুষের সঠিক বিষয় গুলো দেখার কেউই নাই।

মিঠাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ হোসেনের কাছে জানতে চাইলে তিনি  বলেন, ‘মেরিনা খাতুনের নামে ভিজিডি কার্ড বরাদ্দ দেওয়া হয়েছে। কেন ঐ নারী চাল পায় নাই বিষয়টি খতিয়ে দেখতে হবে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, একজন সাংবাদিকের মাধ্যমে জেনে আমি গত ২ অক্টোবর সরেজমিনে তদন্ত করেছি বিষয় টি সঠিক। ১৯২ নং কার্ডধারী মেরিনা ১৮ মাসের চাল পাননি।তিনি আরও জানান আমি সচিব নাহিদ আক্তার কে কঠোর নির্দেশনা দিয়ে এসেছি বিষয়টি সমাধানের জন্য।

বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে ভুক্তভোগী অভিযোগ করলে তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট