পটুয়াখালীর দুমকী উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (তারিখ উল্লেখ করুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজ সেবা অফিসার মুহাম্মদ অলিউল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা, সহ-সভাপতি ফারুক হোসেন হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদুল হক হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, এবং ইসলামী আন্দোলন দুমকী উপজেলা শাখার সহ-সভাপতি মো: আ: সাত্তার প্রমুখ।
অনুষ্ঠান শেষে ইসলামী আন্দোলন পটুয়াখালী জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মাওলানা মো: আজিজুল হকের পরিচালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এই মাহফিলের মাধ্যমে ধর্মীয় অনুভূতি ও সামাজিক সংহতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়, যা মুসলিম সম্প্রদায়ের জন্য বিশেষ অর্থবহ হয়ে ওঠে।