পটুয়াখালীতে যুবদল নেতা সাইফুল মৃধা, আকরাম সিকদার ও রিমানুল ইসলাম রিমুসহ ৩০-৪০ জনের বিরুদ্ধে ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট ও ভাংচুরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ব্যবসায়ী ফিরোজ আশরাফ দাবি করেন, গত ৫ আগস্ট তার ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করা হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ ঘটনার সুষ্ঠু বিচার চান ফিরোজ আশরাফ ও তার পরিবার। তিনি বলেন, “হামলার পর সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে আইনের আশ্রয় নিতে পরামর্শ দেন। আমি এরপর আদালতে দুটি মামলা করি। আদালত সদর থানা ওসিকে ২৪ ঘণ্টার মধ্যে মামলা গ্রহণের নির্দেশ দিলেও এখনো তা গ্রহণ করা হয়নি।”
পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জসিম জানান, “বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে এখনো মামলা নেয়া হয়নি।”
ভুক্তভোগীর দাবি, হামলা-লুটের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।