1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি: যুবদলের সাবেক নেতা গ্রেপ্তার সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর হেফাজত আমিরের আহ্বান: আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীকে ভোট দেবেন না নাফ নদে আরাকান আর্মির অপহরণ-চক্র: ২৩ দিনে ৬৯ জেলে, প্রশ্ন উঠছে ‘কঠোর বার্তা’র রাজশাহীতে উদ্বোধন হলো ৩০তম আন্তর্জাতিক জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ-২০২৫ পটুয়াখালীতে কিশোর গ্যাং চক্রের ৪ সদস্য গ্রেফতার, অবৈধ অর্থ আদায়ের অভিযোগ রাঙ্গাবালীর সোনারচরে ফিশিং ট্রলার ডুবি, ১৪ মাঝিমাল্লা জীবিত উদ্ধার ছুটির চতুর্থ দিনেও কুয়াকাটায় পর্যটক-উচ্ছাস, শতভাগ হোটেল বুকিং তরমুজবাহী ট্রলার ডাকাতি মামলার ‘প্রধান সরদার’ কামাল গ্রেফতার তালতলী বন্দরে র‍্যাবের অভিযান: দুর্ধর্ষ ডাকাত সরদার নুর মোহাম্মদ গ্রেফতার

তারেক রহমান বলেছেন তৃণমূলকে ঐক্যবদ্ধ রেখে সংগঠন শক্তিশালী করতে হবে

মো: সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধ
  • প্রকাশিত: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বর্তমান স্বৈরাচারী সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনো দেশের বিভিন্ন প্রান্তে সক্রিয় রয়েছে। দলের তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সংগঠিত রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পটুয়াখালী ক্লাবে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ে তারেক রহমান এসব কথা বলেন। তিনি বলেন, “আমি সব সময় চেয়েছি তৃণমূলকে ঐক্যবদ্ধ করতে এবং তাদের মতামতকে প্রাধান্য দিতে। তৃণমূলের মতামত ছাড়া কোনো রাজনৈতিক দল শক্তিশালী হতে পারে না।”

এ সময় কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, সহ-প্রচার সম্পাদক মুনির হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তারেক রহমান আরও বলেন, “গত পনের বছর ধরে তৃণমূলের নেতাকর্মীরা অনেক নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারা দলকে ভালবেসে সংগঠিত রেখেছেন। যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল তারা সফল হয়নি। কারণ, লাখ লাখ তৃণমূলের নেতাকর্মী রাজপথে সক্রিয় থেকে দলকে সংগঠিত রেখেছেন। আগামীদিনের রাজনীতি অনেক কঠিন হবে, তাই তৃণমূলকে আগলে রাখতে হবে।”

তিনি উল্লেখ করেন, “যারা সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত হবেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ময়মনসিংহ ও চট্টগ্রামে দলের কিছু নেতার উচ্ছৃঙ্খল আচরণের জন্য তাদের বহিষ্কার করা হয়েছে।”

পটুয়াখালী ক্লাবের বাইরে এ সময় কয়েক হাজার নেতাকর্মী তারেক রহমানের বক্তব্য শুনতে অপেক্ষা করছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট