আগামী ১ সেপ্টেম্বর ২০২৪, রোববার, পটুয়াখালী পৌরসভার পুরান বাজার আখড়া বাড়ি শ্রী শ্রী মদন মোহন জিউর মন্দিরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শ্রীগুরু সংঘ পটুয়াখালী শাখার উদ্যোগে এবং বরিশালের ইস্পাহানী ইসলামীয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের অভিজ্ঞ ডাক্তার ও নার্সদের সহযোগিতায় এই ক্যাম্পটি পরিচালিত হবে।
এই ক্যাম্পে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রশিক্ষিত চক্ষু ডাক্তারদের (এমবিবিএস) মাধ্যমে বিনামূল্যে চোখের পরীক্ষা, চোখের পাওয়ার নির্ণয়, চিকিৎসা প্রদান এবং ছানি অপারেশন করা হবে। ছানি অপারেশনকারীদের জন্য বিদেশী লেন্স সংযোজনসহ প্রয়োজনীয় ঔষধ, কালো চশমা, যাতায়াত এবং থাকা-খাওয়ার ব্যবস্থা বিনামূল্যে প্রদান করা হবে।
চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন সেবা নিতে আগ্রহী রোগীদের ০১৭৫২-৬০২৪৪০, ০১৭১৮-০৩৭১১৫, ০১৭৪৩-৯৪৩৭১৮, ০১৭২১-০৫৮৯১৫ এই নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শ্রীগুরু সংঘ পটুয়াখালী শাখার সভাপতি অ্যাডভোকেট কমল দত্ত।
সেবা গ্রহণের এই সুযোগটি কাজে লাগাতে সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।