1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভয়াবহ পানি সংকটে রাজধানী সরানোর ঘোষণা ইরানের রাজধানীতে বিভিন্ন অপরাধে ২৬ জন গ্রেফতার জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের পক্ষে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য: আলী রীয়াজ মনপুরায় অভিযান টিমে ইটপাটকেল, দুই মাঝি আহত, জেলে-নৌকা আটক রাতের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দ্বিতীয় স্ত্রী হত্যায় যাবজ্জীবন, তৃতীয় স্ত্রীকে শ্বাসরোধে ফাঁসি তিস্তা বিপৎসীমার ১ সেমি নিচে, লালমনিরহাট-কুড়িগ্রামে বন্যা শঙ্কা সানায়ে তাকাইচি: পুরুষ-আধিপত্যের জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রীর উত্থান কলাপাড়ায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবিতে কর্মবিরতি, ইপিআই টিকা কার্যক্রম বন্ধ কলাপাড়ায় ভোররাতের অগ্নিকাণ্ডে তিন দোকান ভস্মীভূত, ক্ষতি ৪০ লাখ টাকা

দীর্ঘ ১৬ বছর পর অধ্যক্ষ বাহাউদ্দিনের স্বপদে প্রত্যাবর্তন: একেএম কলেজে উচ্ছ্বাস

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১১৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী জেলার ঐতিহ্যবাহী আবদুল করিম মৃধা কলেজের (একেএম) অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার দীর্ঘ ১৬ বছর পর স্বপদে ফিরে আসার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটির জীবনে নতুন আলো ছড়ালেন। রবিবার (২৫ আগস্ট) বেলা ১১টায় কলেজে তার আগমন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রোভার স্কাউট ও গার্লস গাইডের সদস্যরা অধ্যক্ষকে ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করে নেন, যা পুরো ক্যাম্পাসে এক উচ্ছ্বাসের আবহ তৈরি করে।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ এলাকার মানুষজন অধ্যক্ষকে স্বাগত জানিয়ে কলেজের উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করা হয়, এরপর অধ্যক্ষকে ফুল দিয়ে বরণ করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রহমান। শুভেচ্ছা বক্তব্য দেন পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহম্মদ আলমগীর হোসেন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল আলম, শিক্ষক পরিষদের সম্পাদক গৌতম কুমার দাস, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান দেলোয়ার জাহানসহ কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ।

অধ্যক্ষ সাইফুল মজিদ মোঃ বাহাউদ্দিন বাহার তার বক্তব্যে কলেজকে আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। তিনি ন্যায়নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, অধ্যক্ষ বাহাউদ্দিন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ১৯৯২ সালে একেএম কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০০৬ সালে তিনি অধ্যক্ষ হিসেবে কলেজে যোগদান করে ব্যাপক উন্নয়ন সাধন করেন। তবে ২০০৯ সালে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে তাকে পদ থেকে সাসপেনশন করা হয়। দীর্ঘ ১৬ বছর পর, গত ২২ আগস্ট গর্ভনিং বডির সিদ্ধান্ত অনুযায়ী তার সাসপেনশন প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট