দলীয় লেজুড়বৃত্তি ও দালালির কারনে পুলিশ সদস্যদের জনগনের মুখোমুখি দার করিয়ে দেয়া এবং পুলিশ সদস্যদের হত্যার প্রতিবাদে পটুয়াখালী পুলিশ লাইনে বিক্ষোভ করছেন পুলিশ সদস্যরা, এতে পুলিশের কনেস্টেবল থেকে এস আই, এএসআই এবং ইনস্পেকটর লেভেলের সদস্যরা অংশ নিয়েছেন।
মঙ্গলবার দুপুরের পর থেকেই পুলিশ লাইন, থানা, সহ বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা সিভিল পোশাকে জড়ো হয়ে এ আন্দোলন শুরু করেন
এদিকে বিক্ষোভ থেকে পুলিশ সদস্যরা সমন্বিত ভাবে ১১ দফা দাবী জানান। দাবী পুরন না হওয়া পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন তারা।
১১ দফা দাবীর মধ্যে আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহত পুলিশ সদস্যদের হত্যার বিচার, বাংলাদেশ পুলিশ কোন সরকার বা রাজনৈতিক দলের অধীনো কাজ করবে না,এরা নিরপেক্ষ থাকবে।পুলিশ ৮ ঘন্টার বেশি দায়িত্ব পালন করবে না। পুলিশ সদস্যরা কোন মৌখিক আদেশ পালন করবে না। পদোন্নতির ক্ষেত্রে বিসিএস ক্যাডার কর্মকর্তাদের মত নীতি অনুসরণ করতে হবো। পুলিশের বার্ষিক ছুটি ২০ দিন থেকে ৬০ দিনে উন্নীত করা সহ বেশ কিছু দাবি জানানো হয়।