1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ১০:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা পৌর শহরে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা মহিপুরে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত, সমস্যা সমাধানে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়  দুমকিতে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম অনুষ্ঠিত কুয়াকাটায় বিষধর পদ্মগোখরা সাপ উদ্ধার, অ্যানিম্যাল লাভারস ও বনবিভাগের যৌথ উদ্যোগ পটুয়াখালীর নারী ও শিশু আদালতের পিপি ঘুষদানের অভিযোগে ফেঁসে গেলেন, জেলা আইনজীবী সমিতির সদস্যপদ স্থগিত ভোলার চর কুকরী মুকরীতে হাঁস পালনের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ ভারতের অর্থনীতিতে অগাষ্টে অভূতপূর্ব বিস্তার, ১২ বছরের মধ্যে সবচেয়ে তীব্র মূল্য বৃদ্ধি: পিএমআই রিপোর্ট জ্যাকসন হোল সম্মেলন শুরু হবে ট্রাম্পের ছায়ায়: মার্কেট আজকের পরিস্থিতি  জেলেনস্কি চান শক্তিশালী মার্কিন প্রতিক্রিয়া, যদি পুতিন দ্বিপাক্ষিক বৈঠকে রাজি না হন ইউক্রেনের জাকারপাট্টিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় আমেরিকান প্রতিষ্ঠানে ১৫ জন আহত: জেলেনস্কি

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে লক্ষাধিক গাছ রোপনের কর্মসূচীর উদ্বোধন

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ২৮৯ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাসব্যাপী লক্ষাধিক বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের সার্কিট হাউজ এলাকায় বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, “শুধু বৃক্ষ রোপন করে দায়িত্ব শেষ করা যাবে না। গাছ গুলো যাতে বেড়ে উঠতে পারে সে কারণে নিয়মিত পরিচর্যাও করতে হবে।” এ সময় তিনি উপস্থিত নাগরিকদের ছাদ বাগানে রোপনের জন্য এবং বাড়ির আঙিনায় রোপনের জন্য প্রতিজনকে ৫টি করে ফলজ গাছ উপহার দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, বৃক্ষ রোপন কর্মসূচীর সমন্বায়ক নোমান মিঠু, জেলা যুবলীগ নেতা অপু সিকদার, এবং সেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বাসীর সভাপতি মাহমুদুল হাসান রায়হান। এছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মেয়র মহিউদ্দিন আহম্মেদ আরও জানান, পটুয়াখালী শহরে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যেই এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তিনি শহরের সকল নাগরিককে এই কর্মসূচীতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান এবং রোপিত গাছগুলোর সঠিক পরিচর্যার জন্য গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, এই মাসব্যাপী কর্মসূচীর আওতায় পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হবে যা শহরের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট