1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে লক্ষাধিক গাছ রোপনের কর্মসূচীর উদ্বোধন

ওহিদুজ্জামান (সাজিদ), ফ্রিল্যান্স জার্নালিস্ট
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

পটুয়াখালী পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় মাসব্যাপী লক্ষাধিক বৃক্ষ রোপন কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে শহরের সার্কিট হাউজ এলাকায় বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচীর উদ্বোধন করেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র মহিউদ্দিন আহম্মেদ বলেন, “শুধু বৃক্ষ রোপন করে দায়িত্ব শেষ করা যাবে না। গাছ গুলো যাতে বেড়ে উঠতে পারে সে কারণে নিয়মিত পরিচর্যাও করতে হবে।” এ সময় তিনি উপস্থিত নাগরিকদের ছাদ বাগানে রোপনের জন্য এবং বাড়ির আঙিনায় রোপনের জন্য প্রতিজনকে ৫টি করে ফলজ গাছ উপহার দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ, বৃক্ষ রোপন কর্মসূচীর সমন্বায়ক নোমান মিঠু, জেলা যুবলীগ নেতা অপু সিকদার, এবং সেচ্ছাসেবী সংগঠন পটুয়াখালী বাসীর সভাপতি মাহমুদুল হাসান রায়হান। এছাড়াও শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

মেয়র মহিউদ্দিন আহম্মেদ আরও জানান, পটুয়াখালী শহরে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যেই এই কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তিনি শহরের সকল নাগরিককে এই কর্মসূচীতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান এবং রোপিত গাছগুলোর সঠিক পরিচর্যার জন্য গুরুত্ব আরোপ করেন।

উল্লেখ্য, এই মাসব্যাপী কর্মসূচীর আওতায় পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হবে যা শহরের পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট