রাজশাহীর ঐতিহ্যবাহী আমপাড়ার মহোৎসব আগামী বুধবার (১৫ মে) গুঁটিজাতের আম নামানোর মধ্য দিয়ে শুরু হচ্ছে। জেলা প্রশাসনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিভিন্ন জাতের আম ধারাবাহিকভাবে নামানো হবে।
রোববার (১২ মে) জেলা প্রশাসকের সভাপতিত্বে আম পরিবহন, বাজারজাতকরণ ও সংগ্রহ বিষয়ক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষি কর্মকর্তা, ব্যবসায়ী ও আমচাষিদের মতামত শুনে আম নামানোর তারিখ নির্ধারণ করা হয়।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, পরিপক্ক ও নিরাপদ আম বাজারজাতকরণ নিশ্চিতকরণের লক্ষ্যে প্রতিবছরই এভাবে তারিখ নির্ধারণ করা হয়। গুঁটিজাতের পর ক্রমান্বয়ে গোপালভোগ (২৫ মে), হিমসাগর (৩০ মে), ল্যাংড়া (১০ জুন), আম্রপালি (১৫ জুন), আশ্বিনা (১০ জুলাই), গৌড়মতি (১৫ জুলাই) এবং ইলামতি (২০ আগস্ট) জাতের আম নামানো হবে।
তিনি বলেন, নির্ধারিত সময়ের আগে যদি কোথাও আম পাকে, স্থানীয় প্রশাসনকে জানালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অপরিপক্ক আম নামানোর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। হাটগুলোতে সার্বক্ষণিক পুলিশ মোতায়েন থাকবে।
উল্লেখ্য, এবছর রাজশাহীতে ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। গত বছরের চেয়ে এটি ২৪ হেক্টর বেশি। তবে প্রচণ্ড খরা ও আমের মুকুল কম হওয়ায় উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন করতে না পারার আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।