1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

আলতাফ হোসেন চৌধুরী: আগামী নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবসরপ্রাপ্ত) আলতাফ হোসেন চৌধুরী শনিবার পটুয়াখালীর দুমকি উপজেলায় এক মতবিনিময় সভায় বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে।

পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “সাবেক স্বৈরাচারী শেখ হাসিনা সরকার গত ১৬ বছর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর ব্যাপক অত্যাচার ও জুলুম চালিয়েছে। পাঁচ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে প্রায় পঞ্চাশ হাজার নেতাকর্মীকে।”

তিনি সভায় আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে জনগণের সরকার গঠিত হবে ইনশাআল্লাহ।” সভাটি অনুষ্ঠিত হয় শনিবার বিকাল সাড়ে তিনটায়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সভাপতি জেসমিন জাফর, জেলা যুবদলের সাধারণ সম্পাদক তৌফিক আলী খান কবির, যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি এবং দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন।

এ ছাড়া ধরান্দী ডিগ্রি কলেজের প্রভাষক আবুবকর পান্না, মেঘনাথ হালদার এবং পাংগাশিয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি কাজী শাহিনুর বেগম তাদের বক্তব্য প্রদান করেন। সভা সঞ্চালনা করেন দুমকি বিএনপি নেতা মতিউর রহমান দিপু ও ছাত্রদলের আহ্বায়ক সুমন শরীফ।

স্থানীয় বিএনপি নেতৃত্ব জানায়, সভায় দলীয় কর্মসূচি ও জাতীয় পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলতাফ হোসেন চৌধুরীর বক্তব্যে দলীয় কর্মীদের মধ্যে উৎসাহ ও আত্মবিশ্বাস বৃদ্ধি পেয়েছে বলে তারা মন্তব্য করেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট