পটুয়াখালী পৌরসভার উদ্যোগে ব্যাটারিচালিত অটোরিকশা, অটোবাইক ও মিশুক চালকদের নিরাপদ যান চলাচল এবং শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশিক্ষণ প্রদান ও ড্রেস বিতরণ করা হয়েছে। বুধবার সকালে পৌরসভার কনফারেন্স রুমে এ অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
পটুয়াখালী পৌর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা, অটোবাইক ও মিশুকের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে পৌরসভা কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলার উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানটি পৌরসভার নতুন ভবনের কনফারেন্স রুমে বুধবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়। পৌর প্রশাসক (উপ-সচিব) জুয়েল রানা সভাপতিত্ব করেন এবং পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, “পৌর শহর ও নগর উন্নয়নে অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের চালকদের ভূমিকা যেমন রয়েছে, তেমনি সরকারের ট্রাফিক আইন ও নিয়ম এবং নির্দেশনা মেনে যানবাহন চালানো একান্ত আবশ্যক।” বিশেষ অতিথি পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ বলেন, “ট্রাফিক নিয়ম মেনে চললে দুর্ঘটনা থেকে চালক যেমন নিরাপদে থাকবে, তেমনি যাত্রী সাধারণও নিরাপদ থাকবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক আলমগীর তালুকদার এবং কোষাধ্যক্ষ মো. আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দার, মেডিকেল অফিসার ডা. একেএম একরামুল নাহিদ, প্রধান সহকারী মো. জাকিরুল হাসান, লাইসেন্স পরিদর্শক মো. আনোয়ার হোসেনসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তারা।
সভাপতি জুয়েল রানা চালকদের উদ্দেশ্যে বলেন, “অটোরিকশা পৌরসভায় নিবন্ধনভুক্ত করি, অনিবন্ধিত অটোরিকশা পৌর এলাকায় না চালাই, প্রশিক্ষণ নিয়ে গাড়ি চালাই, ড্রেস পরিধান করে গাড়ি চালাই, ট্রাফিক নিয়ম মেনে চলি, অতিরিক্ত যাত্রী বহন না করি, প্রতিযোগিতা না করি, দুর্ঘটনা এড়িয়ে চলি, পৌর শহর উন্নয়ন করি।” তিনি এসব নির্দেশনা মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথিরা অটোরিকশা ও অটোবাইক চালকদের হাতে ড্রেস তুলে দেন এবং গাড়িতে নিবন্ধনকৃত স্টিকার লাগিয়ে দেন। এ উদ্যোগের মাধ্যমে পৌর এলাকায় যান চলাচলে শৃঙ্খলা আনয়নের প্রচেষ্টা জোরদার হবে বলে আশা করা যায়।