পটুয়াখালীর বাউফল উপজেলার ঐতিহ্যবাহী পাবলিক মাঠে জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন করা হয়েছে—এ অভিযোগ তুলে মেলা বন্ধের দাবিতে স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।
আবেদনকারীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বাউফল পাবলিক মাঠটি জনসাধারণের খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সরকারি-বেসরকারি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু সম্প্রতি সেখানে বাণিজ্য মেলা আয়োজনের ফলে মাঠের ক্ষতি হচ্ছে, শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটছে এবং এলাকায় অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এসব মেলায় রাতভর উচ্চ শব্দে গান-বাজনা ও বিনোদনের নামে অশালীন কর্মকাণ্ড চলে, যা এলাকার পরিবেশ ও তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এক প্রবীণ নাগরিক বলেন, “বাউফল পাবলিক মাঠ আমাদের এলাকার প্রাণ। এখানে মেলা হলে খেলাধুলা বন্ধ হয়ে যায়, এবং চারপাশে অশান্ত পরিবেশ তৈরি হয়।”
আবেদনকারীরা জেলা প্রশাসকের কাছে অনুরোধ করেছেন, ভবিষ্যতে যেন বাউফল পাবলিক মাঠে কোনো বাণিজ্য মেলার অনুমতি না দেওয়া হয় এবং মাঠটি শুধু জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য সংরক্ষিত থাকে।
এ বিষয়ে পটুয়াখালীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) তারেক হাওলাদার বলেন, “মেলা আয়োজনের জন্য আবেদন করা হয়েছে, তবে এখনো অনুমতি দেওয়া হয়নি। পুলিশের কাছ থেকে রিপোর্ট চাওয়া হয়েছে। সব দিক বিবেচনা করেই জেলা প্রশাসন সিদ্ধান্ত নেবে।”