গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর উন্নত চিকিৎসা শেষে শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশে ফিরেছেন। গত ২৯ আগস্ট রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের পর পুলিশের লাঠিপেটায় তার মাথায় গুরুতর আঘাত ও নাকের হাড় ভেঙে যায়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতাল, পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ দনি চিকিৎসার পরও জটিলতা থাকায় ২২ সেপ্টেম্বর তাকে মেডিকেল বোর্ডের পরামর্শে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নেওয়া হয়। সেখানে ১২ দিন চিকিৎসা নিয়ে আজ সুস্থ অবস্থায় দেশে ফেরেন তিনি। বিমানবন্দরে সংগঠনের কেন্দ্রীয় নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, নুরের শারীরিক অবস্থা এখন “সন্তোষজনক” এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আগামী দুই সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকবেন। এরপর ধাপে ধাপে জনসম্মুখে ফিরবেন বলে আশা করছেন নেতাকর্মীরা।