পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতা মো. আব্দুল কাদের আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম আব্দুল কাদের দীর্ঘদিন ধরে হৃদরোগজনিত সমস্যায় ভুগছিলেন। জীবদ্দশায় তিনি একজন সৎ, ধর্মপ্রাণ ও সমাজপ্রেমী মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
আজ সোমবার বাদ এশা পটুয়াখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরদেহ পটুয়াখালী মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে পটুয়াখালী জেলা প্রেসক্লাব, স্থানীয় সাংবাদিক সমাজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।