1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

ভোলায় বোরহানউদ্দিনে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার

ভোলা প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৮ বার পড়া হয়েছে

 

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের দালালপুর ৪নং ওয়ার্ডে মিথ্যা মামলা থেকে অব্যহুতি পেতে সংবাদ সম্মেলন করেছে ভূক্তভোগী পরিবার। এসময় বক্তারা অভিযোগ করে বলেন, দালালপুর ৪নং ওয়ার্ডের মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ মাসুমের সাথে মোবাইলে প্রেমের সম্পর্ক হয় ৩নং ওয়ার্ডের ফারুকের মেয়ে টিকটকার ফারজানার সাথে। এর পর ফারজানা প্রেমিক মাসুমকে বিভিন্ন চাঁপ প্রয়োগ করে কৌশলে বিয়ে করে। অবশেষে স্বামী মাসুম এ বিয়েটি মেনে নিয়ে স্ত্রী ফারজানার সাথে সংসার করার প্রস্তুতি নিলেও ফারজানা প্রস্তুতি নেয় স্বামী মাসুমকে জেলে পাঠানোর। বিয়ের পর দিনই ফারজানা ও তার পারিবার মাসুমকে কাবিনের বাকি ২লাখ টাকা দেয়ার জন্য চাঁপ প্রয়োগ করে। এতে মাসুম আপত্তি করলে বিয়ের ৪দিন পর স্ত্রী ফারজানা বাদী হয়ে স্বামী মাসুম ও তার বাবা-মার বিরুদ্ধে আদালতে একটি যৌতুক মামলা দায়ের করে। মামলা নং-৩০৭/২৫। এ মমলায় মাসুম ৭দিন জেলে খেটে জামিনে বের হলেও শেষ রক্ষা হয়নি তার। বর্তমানে স্ত্রী ফারজানা ও তার পরিবার মাসুকে বার বার হুমকি দিয়ে বলছে, কাবিনের বাকি ২লাখ টাকা না দিলে সে মাসুমের নামে আরো একটি মামলা করবে। এত কিছুর পরও স্বামী মাসুম স্ত্রী ফারজানাকে ঘরে তুলে অন্য ১০জনের মতো সংসার করতে প্রস্তুত। কারণ ফারজানার প্রতি তার ছিলো সত্যিকারের ভালোবাসা। কিন্তু ফারজানার মনে ছিলো প্রতারণা ও বেঈমানী। এ ব্যপারে স্থানীয়রা জানায়, ফারজানা, তার টিকটকার বোন আলো বেগম, বাবা ফারুক ও মা রুনু বেগম একটি প্রতারক সিন্ডিগেটের সদস্য। এ সুন্দরী দুই বোন একাধিক প্রেম ও বিয়েতে অভ্যস্ত। তারা এলাকার সহজ সড়ল ছেলেদের প্রেমের ফাঁদে ফেলে প্রথমে বিয়ে করে। পরে সেখানে সংসার না করে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে জিম্মি করে হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। স্থানীয়রা আরো জানায়, ফারজানার বড় বোন আলো বেগম নাটকীয় ভাবে একাধিক বিয়ে করে স্বামীর সংসার না করে হাতিয়ে নেয় কাবিনের লাখ লাখ টাকা। এরপর সে ভোলা থেকে পাড়ি জমায় অন্যত্র। জানাগেছে, সে স্প্রা সেন্টার, ম্যাসেজ পারলার ও মদের বারের সাথে হয় সম্পৃক্ত। অন্যদিকে এসবের আড়ালে সে জড়িত রয়েছে বিভিন্ন অনৈতিক কর্মকান্ডে । যা বর্তমানে টিকটক ও ফেসবুকে ভাইড়াল। তার বেপরোয়া চলাফেরা ও কু-পরামর্শের কারণেই দিনে দিনে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, ছোট বোন ফারজানা। যার কারণেই বিয়ের মাত্র চার দিনের মাথায় কাবিনের টাকার জন্য মিথ্যা যৌতুক মামলা করে ফারজানা। অন্যদিকে এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে, আলো এবং ফারজানার বিবেক হারা ও প্রশ্রয় দাতা বাবা ফারুক। এলাকা সূত্রে জানাগেছ, ঘরে বসে বসে মেয়েদের অপকর্ম ও অবৈধ বাণিজ্যের একটা ভাগ পায় বাবা ফারুক। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেণ ভূক্তভোগী পরিবার। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা অভিযোগ অস্বীকার করে। এ ব্যাপারে টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার জানান, এ পরিবারটি একাধিক বিয়েতে অভ্যস্ত। এটাই তাদের পেশা। মাসুম ও তার পরিবার কোনো যৌতুক চায়নি। এরা শুধু শুধু এ পরিবারটির উপরে অত্যাচার চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট