ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নে মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদাতা রেজিস্ট্রেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী এ কর্মসূচিতে দুই শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানব কল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক রুমন খান। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক শাহিনুর মাহমুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেলুমিয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোয়াজম হোসেন, ফাউন্ডেশনের যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন টিপু, যুগ্ম আহ্বায়ক মোঃ রাশেদ, অর্থ সম্পাদক ফয়েজ উল্লাহ এবং আইটি সম্পাদক আল আমিন।
এছাড়া ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় বিনামূল্যে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন আবুল কালাম আজাদ।
কর্মসূচিকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, মানব কল্যাণ ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ এলাকায় মানবসেবার নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা নিয়মিতভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।