1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
শ্রীমঙ্গলে বিপুল পবিমান চোরাই ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ মৌলভীবাজার-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে মনোনয়নপত্র প্রত্যাহারে বাঁধায় অবরুদ্ধ মৌলভীবাজারে ৫৫৪টি ভোটকেন্দ্রে নিরাপত্তায় “বডি অন”ক্যামেরার ব্যবহার ভোলায় তেলজাতীয় ফসলের উৎপাদন বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা ভোলায় পোস্টাল ব্যালটে ভোটার ১৪ হাজার ছাড়াল, চার আসনেই প্রস্তুতি সম্পন্ন জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন

অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ইজারাদারকে লাখ টাকা জরিমানা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

 

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ইজারা চুক্তি লঙ্ঘন করে কটারকোনা মনু ব্রিজের পাশে অবৈধভাবে মেশিন বসিয়ে বালু উত্তোলনের অপরাধে বালু মহালের ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ২রা সেপ্টেম্বর দুপুরে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সালন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। অভিযানে কুলাউড়া থানা পুলিশের একটি দল সহায়তা করেন।

সূত্র জানায়, মনু নদীতে কটারকোনা ব্রিজের পাশে বালুমহাল ইজারার নির্ধারিত স্থানের বাইরে এবং কটারকোনা ব্রিজের এক কিলোমিটারের ভেতর থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল বালুমহালের বর্তমান ইজারাদার নাজমুন নাহার লিপি ও তার সহযোগী দীপক দে’র বিরুদ্ধে। এরআগে ইজারাদার বালু মহালের দখলপ্রাপ্ত হওয়ার পর স্থানীয় হাজীপুর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান ও পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আল-আমিন সরকার বালু উত্তোলনের জন্য সীমানা নির্ধারণ করে দেন। কিন্তু ইজারাদার নাজমুন নাহার লিপি গং সেই সীমানা অতিক্রম করে ভেতর থেকে অবাধে বালু উত্তোলন করে আসছিলেন। মঙ্গলবার বালু উত্তোলনরত অবস্থায় সহকারী কমিশনার (ভূমি) মো. আনিছুল ইসলাম মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ টি মামলায় ইজারাদার নাজমুন নাহার লিপিকে এক লাখ টাকা জরিমানা করেন এবং বালু উত্তোলনের সরঞ্জামাদিসমূহ নির্ধারিত স্থানে সরিয়ে ফেলার নির্দেশ দেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো: আনিছুল ইসলাম বলেন, নিয়ম না মেনে অবৈধভাবে বালু উত্তোলন করায় বালু মহালের ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে ইজারাদারের লোক সৈকতকে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। এলাকার পরিবেশ ও সড়ক-সেতুর নিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কুলাউড়ার কটারকোনা মনু ব্রিজ ও পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ব্রিজ এলাকায় দীর্ঘদিন থেকে নদী শাসন আইন না মেনে অবাধে বালু উত্তোলন করে আসছিল বালু মহাল ইজারাদার নাজমুন নাহার লিপি গং। যার কারণে হুমকির মুখে রয়েছে মনু কটারকোনা ও রাজাপুর ব্রিজটি। স্থানীয় লোকদের অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন এ মোবাইল কোর্ট পরিচালনা করে ইজারাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ায় স্থানীয় লোকজন উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন। এমন অভিযান অব্যাহত থাকুক এমনটাই প্রত্যাশা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট