
মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় জনসাধারণের জন্য বাংলাদেশ কোস্টগার্ডের যুদ্ধজাহাজ বিসিজিএস তৌফিক উন্মুক্ত রাখা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোলা সদরের ইলিশা লঞ্চঘাটে নোঙর করা জাহাজটি পরিদর্শনের সুযোগ পান সাধারণ মানুষ।
দিনভর জাহাজ এলাকা পরিণত হয় উৎসবমুখর মিলনমেলায়। কোস্টগার্ডের যুদ্ধজাহাজ দেখার পাশাপাশি বাহিনীর কার্যক্রম সম্পর্কে জানার আগ্রহে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিবার-পরিজন ও শিশুদের নিয়ে জাহাজে আসেন। দর্শনার্থীদের সহায়তায় দায়িত্বে থাকা কোস্টগার্ড সদস্যরা জাহাজের সক্ষমতা, আধুনিক সরঞ্জাম এবং অপারেশনাল কর্মকাণ্ড সম্পর্কে সরাসরি ধারণা দেন।
বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ তৌফিকের অধিনায় লেফটেন্যান্ট কমান্ডার মো: রুহুল আমিন গণমাধ্যমকে জানান, মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের অধীন একটি যুদ্ধজাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এতে করে মানুষ কোস্টগার্ডের সক্ষমতা, আধুনিকায়ন ও সমুদ্র নিরাপত্তায় বাহিনীর ভূমিকা সম্পর্কে প্রত্যক্ষভাবে জানতে পেরেছে।
তিনি আরও বলেন, দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। সেই গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণে প্রতিবছর যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিজয় দিবস পালিত হয়। এরই ধারাবাহিকতায় এই আয়োজন করা হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার মো: রুহুল আমিন জানান, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড দেশ ও জনগণের সেবায় দায়িত্ব পালনে অটল থাকবে।