
কক্সবাজারে ধানের ক্ষেতে ছাগল প্রবেশ নিয়ে বিরোধের জেরে এক কৃষককে গুলি করে হত্যার মামলার পলাতক প্রধান আসামি আব্দুল করিম (৩৫) কে পটুয়াখালীতে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও র্যাব-১৫ কক্সবাজারের যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে র্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের সিপিসি-১ ইউনিট এবং র্যাব-১৫ কক্সবাজারের একটি বিশেষ অভিযানিক দল যৌথভাবে পটুয়াখালী সদর উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে আব্দুল করিমকে গ্রেফতার করে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের স্কোয়াড্রন লিডার রাশেদ ঘটনার বিস্তারিত জানান। তিনি বলেন, গত ৩০ নভেম্বর বিকেলে কক্সবাজারের ছনখোলা উত্তর নয়াপাড়া এলাকায় ধানের ক্ষেতে ছাগল প্রবেশ নিয়ে বিবাদ তৈরি হয়। উক্ত বিবাদের জেরে আব্দুল করিম এক কৃষককে গুলি করে হত্যা করে। নিহত কৃষকের স্ত্রী এই ঘটনায় থানায় মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই আসামি আব্দুল করিম পলাতক ছিল।
র্যাব সূত্রে আরও জানা যায়, আব্দুল করিমের বিরুদ্ধে এই মামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তাকে গ্রেফতারের পর আইনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পটুয়াখালী সদর থানার হাতে হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে আদালতে উপস্থাপনের মাধ্যমে পরবর্তী আইনি প্রক্রিয়া চলবে। র্যাবের পক্ষ থেকে অপরাধ দমনে এ ধরনের যৌথ ও তৎপর অভিযান অব্যাহত রাখারও ঘোষণা দেওয়া হয়েছে।