
পটুয়াখালীর দুমকি উপজেলার পায়রা সেতুর টোলপ্লাজায় সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিয়মিত তল্লাশিকালে পুলিশ ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ রোমান মোল্লা (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৮২ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।
দুমকি থানার সাব-ইন্সপেক্টর আবু তালেব জানান, টোলপ্লাজায় স্থাপিত চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় রোমান মোল্লার কাছ থেকে গাঁজার বস্তাটি উদ্ধার করা হয়। পরে রাত ১১টা ৩০ মিনিটের দিকে জব্দ তালিকা প্রস্তুত করে তাকে থানায় নেওয়া হয়। গ্রেফতার রোমান মোল্লা পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার শ্যামচাঁদ গ্রামের হারুন মোল্লার ছেলে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আদালতে হাজির করা হবে।” তিনি আরও জানান, এলাকায় মাদক ব্যবসার বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে এবং পায়রা সেতুর টোলপ্লাজা একটি গুরুত্বপূর্ণ চেকপোস্ট হিসেবে কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোমান মোল্লা রাঙ্গাবালী ও দুমকি এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত ছিল। পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযানটি মাদক পরিবহন ও বিক্রয় রোধে চলমান কার্যক্রমের অংশ। পায়রা সেতু অঞ্চলে মাদক পাচারের ঘটনা বৃদ্ধি পাওয়ায় পুলিশ বিশেষ নজরদারি চালিয়ে আসছে।
দুমকি থানা পুলিশ এলাকাবাসীর সহযোগিতা চেয়েছে এবং যে কোনো মাদক সংক্রান্ত তথ্য পেলে থানায় জানানোর আহ্বান জানিয়েছে। পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে এমন অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।