
ভোলা-বরিশাল সেতু নির্মাণের দৃশ্যমান অগ্রগতি ও আরও চারটি দাবিতে ভোলা থেকে ঢাকামুখী লং মার্চ শুরু করেছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টার দিকে চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ারের সামনে থেকে প্রায় ২০ জন শিক্ষার্থী এ কর্মসূচি শুরু করেন।
লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থীরা পায়ে হেঁটে ভোলার বিভিন্ন উপজেলার মধ্য দিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। পথে পথে তারা সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করে নিজেদের দাবি তুলে ধরেন। আন্দোলনকারীদের দাবি, ঢাকা সেতু ভবনের সামনে গিয়ে এই লং মার্চের সমাপ্তি হবে।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—
১. ভোলা-বরিশাল সেতু নির্মাণের দ্রুত বাস্তবায়ন,
২. ভোলার প্রতিটি ঘরে আবাসিক গ্যাস সংযোগ,
৩. গ্যাসভিত্তিক শিল্প ও কলকারখানা স্থাপন,
৪. ভোলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা,
৫. উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ।
লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই পাঁচ দফা দাবিতে আন্দোলন করে আসছি। সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন, আগামী ডিসেম্বরে ভোলা-বরিশাল সেতুর দৃশ্যমান কাজ শুরু হবে। কিন্তু এখনো কোনো বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না।”
তিনি আরও বলেন, “সরকারের পক্ষ থেকে আমাদের অন্যান্য দাবিতেও কোনো পদক্ষেপ নেই। সেই হতাশা ও ক্ষোভ থেকেই আমরা শান্তিপূর্ণভাবে ভোলা থেকে ঢাকামুখী লং মার্চ শুরু করেছি।”
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, ভোলা-বরিশাল সেতু নির্মাণ দীর্ঘদিনের দাবি হলেও প্রকল্পটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা পাওয়া যায়নি।