
ভোলার শিবপুর ইউনিয়নে ধানের শীষের পক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন বিএনপির সভাপতি একেএম নুর হোসেন হাওলাদার এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাদিস মেম্বার এর সঞ্চালনায় অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোন্তাসির রহমান রবিন চৌধুরী, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, সহসভাপতি জিয়াউল হক জিয়া, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইয়াসির আরাফাত সোহাগ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক মো. যুবরাজ, এবং জেলা সদস্য জাফর পণ্ডিত।
মিছিলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, ধানের শীষ দেশের জনগণের অধিকার ও গণতন্ত্রের প্রতীক। জনগণ আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ধানের শীষের পতাকাতলে ঐক্যবদ্ধ হচ্ছে।