1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট বিভাগে ১৯টি আসনের দলীয় মনোনীত প্রার্থী ঘোষণায়; তারেক রহমান হঠাৎ এক রাতের বৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি, অন্যদিকে মাছ ধরার হৈচৈ বাউফলে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি আল-আমীন চৌকিদার গ্রেপ্তার পটুয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনাসভায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন পশ্চিম সাহারা ইস্যুতে মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে ভিত্তি করে আলোচনার আহ্বান জাতিসংঘের চীনের সঙ্গে যুদ্ধঝুঁকির সতর্কতা, শান্তির প্রতিশ্রুতি—তাইওয়ানের নতুন বিরোধী নেত্রী চেং লি-উনের দায়িত্বগ্রহণ ভেনেজুয়েলা ঘিরে উত্তেজনা বাড়লেও মার্কিন ‘মাদকবিরোধী অভিযানের’ আইনি ভিত্তি নিয়ে সেনেটরদের প্রশ্ন যুক্তরাষ্ট্রে বিমান চলাচল নিয়ন্ত্রণে সংকট, সরকারি অচলাবস্থায় অর্ধেকের বেশি বড় বিমানবন্দরে নিয়ন্ত্রক অনুপস্থিত ভোলায় বিএনপি ও বিজেপি—দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত সামরিক সহযোগিতা অব্যাহত রাখতে ইন্দোনেশিয়ার সঙ্গে অংশীদারিত্ব জোরদারের আশা দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লির

পটুয়াখালীতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উঠান বৈঠক: পরিবার–বিদ্যালয়–সমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ১৯ বার পড়া হয়েছে

 

“ঝরে পড়া কমাই, শিক্ষার আলো বাড়াই”—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে এবং জননীতি প্রণয়নে তরুণদের ভূমিকা জোরদারে পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে উঠান বৈঠক ও আলোচনা সভা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১১টায় পটুয়াখালী শহরের আব্দুলহাই বিদ্যানিকেতন স্কুলের অডিটরিয়ামে এই উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করে তরুণ সংগঠন ‘ইউথ ফর পলিসি’। অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আক্তার এবং সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল ইসলাম শাহিন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেইলি সান পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি আব্দুল কাইউম এবং দ্য ডেইলি স্টার পত্রিকার সাংবাদিক সোহরাব হোসেন। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, এনজিও কর্মী, শিক্ষক, অভিভাবক ও ইউথ ফর পলিসি পটুয়াখালী জেলা কমিটির সদস্যরা।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে পরিবার, বিদ্যালয় ও সমাজ—এই তিন স্তরের সমন্বিত উদ্যোগ অপরিহার্য। তারা উল্লেখ করেন, শিশুর মেধা বিকাশে পারিবারিক দায়িত্ববোধ, সামাজিক সচেতনতা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ।

সভায় আইআইডি (Institute of Informatics and Development) এবং এর তরুণ উদ্যোগ Youth For Policy সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। বক্তারা তরুণ প্রজন্মকে নীতি–প্রণয়ন প্রক্রিয়ায় যুক্ত করার প্রয়োজনীয়তা এবং সমাজে তাদের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মো. আসাদুল ইসলাম, কো–লিড, ইউথ ফর পলিসি (পটুয়াখালী জেলা), মো. ইখতিয়ার হোসাইন, মো. সাগর, অর্পণ বিশ্বাস আরজু, ফারজানা আক্তার হাসি, তাহজিব আলম ও মো. আশিক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউথ ফর পলিসি পটুয়াখালী জেলা কমিটির টিম লিড আহম্মেদ কাওসার ইবু

উল্লেখ্য, Youth For Policy হলো আইআইডি–এর একটি তরুণমুখী উদ্যোগ, যা দেশের যুব সমাজকে জননীতি প্রণয়নে সক্রিয়ভাবে অংশ নিতে উৎসাহিত করে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে তরুণরা শিক্ষা, সমাজ উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধিতে বাস্তব ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট