
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) পটুয়াখালী জেলা শাখার ২৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। প্রকৌশলী মো. নজরুল ইসলামকে আহ্বায়ক এবং প্রকৌশলী নাজমুল আহসান মুন্নাকে সদস্য সচিব করে কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় আইডিইবি’র আহ্বায়ক প্রকৌশলী কবির হোসেন।
গত ২৭ অক্টোবর গঠিত এই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. কামাল হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন প্রকৌশলী হুমায়ুন কবির সোহাগ ও প্রকৌশলী মো. ইব্রাহীম খলিল। যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী মো. সোয়েব মাহমুদ ও প্রকৌশলী মশিউর রহমান খান সৈকত।
অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন—
এছাড়া নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন প্রকৌশলী মো. মিজানুর রহমান হাবিব, প্রকৌশলী আল আমিন সুমন, প্রকৌশলী মুরাদ মোল্লা ও প্রকৌশলী মিরাজ মোর্শ্বেদ।
কমিটি অনুমোদনের পর নবনিযুক্ত আহ্বায়ক প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, “পটুয়াখালী জেলায় আইডিইবি’র কার্যক্রম আরও গতিশীল ও প্রযুক্তি–ভিত্তিক করতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব।”