
জিনের বাদশা সেজে সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকার প্রতারণার অভিযোগে মো. জাহাঙ্গীর মাঝি (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মানিকার হাটবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জাহাঙ্গীর মাঝি ভোলার লালমোহন উপজেলার চর কালাইদাস গ্রামের মৃত আজগর মাঝির ছেলে। তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ‘জিনের বাদশা’ পরিচয়ে মানুষকে প্রতারণার অভিযোগ রয়েছে।
র্যাব-৮-এর ভোলা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, জাহাঙ্গীর মাঝি ও মোহাম্মদ কামাল উদ্দিন মীরসহ কয়েকজন মিলে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে ‘জিনের মাধ্যমে সমস্যা সমাধান’ করার প্রলোভন দেখাতেন। তাঁদের দেওয়া নম্বরে যোগাযোগ করলে ভুক্তভোগীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে টাকা হাতিয়ে নেওয়া হতো।
সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দিদারুল আলম (৪০) নামের এক ব্যক্তি অনলাইনে তাঁদের বিজ্ঞাপন দেখে যোগাযোগ করেন। ব্যক্তিগত সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে প্রতারকরা তাঁর কাছ থেকে গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত বিকাশে মোট ৫৩ লাখ ৫ হাজার টাকা নেন। পরে প্রতারণা বুঝতে পেরে দিদারুল আলম আদালতের শরণাপন্ন হন। আদালতের নির্দেশে ফটিকছড়ি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বলেন, “মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার সন্ধ্যায় বোরহানউদ্দিনে অভিযান চালিয়ে জাহাঙ্গীর মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে গত ১ সেপ্টেম্বর কামাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছিল। অন্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”