1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মির্জা ফখরুলের বৈঠক তদারকির অভাবে দোকান কোঠা সিন্ডিকেটের কবলে; কৃষকদের মাথায় হাত বড়লেখার বিএনপি নেতা হত্যা চেষ্টায় চিহ্নিত সন্ত্রাসী কালাম কারাগারে শ্রীমঙ্গলে শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন মৌলভীবাজারে আপনার”এসপি নামে”বিশেষ সেবা চালু শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি বরেন্দ্র অঞ্চলে প্রায় অর্ধ লক্ষ মানুষের সারা বছরের পানির প্রাপ্যতা নিশ্চিত করেছে পিকেএসএফ-এর ECCCP-Drought প্রকল্প চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড পটুয়াখালীতে লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড জেরা নেক্স বিপি ইউএস বীকন উইন্ড প্রকল্পের উন্নয়ন বন্ধ করে কোস্ট বৃদ্ধির কারণে

৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মির্জা ফখরুলের বৈঠক

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

 

মৌলভীবাজার জেলার ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত রোববার বিকেলে দলের চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে আলাদাভাবে চার জেলার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মতবিনিময় সভায় দলের পক্ষ থেকে জানানো হয়, খুব শিগগ্ৰই একক প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেয়া হবে। ঢাকা ছাড়া সব বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের ডেকে এমন বার্তা দেয়া হয়েছে।

মতবিনিময় সভায় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছসহ বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতারা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজারের ৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীরা হলেন:

বড়লেখা-জুড়ী; মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য নাসির উদ্দিন আহমদ মিটু, সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মেয়ে ব্যারিষ্টার আদিবা রহমান চৌধুরী, কাতার বিএনপি’র সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।

কুলাউড়া–মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য এড.আবেদ রাজা।

মৌলভীবাজার সদর-রাজনগর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপি’র আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মো: ফয়জুল করিম ময়ূন, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান মো: মিজানুর রহমান মিজান, চেয়ারপার্সনের উপদেষ্টা মো: মাহিদুর রহমান (যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালে যোগাযোগ করেন) জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো: মোয়াজ্জেম হোসেন মাতুক, জেলা যুবদলের সভাপতি মো: জাকির হোসেন উজ্জ্বল।

কমলগঞ্জ-শ্রীমঙ্গল জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মো: মহসিন মিয়া মধু, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো: হাজী মুজিবুর রহমান চৌধুরী, জেলা বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য মো: আব্দুল ওয়ালি সিদ্দিকী।

বৈঠকে নির্বাচনকে সামনে রেখে নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশনা দেয়া হয়েছে। মহাসচিব আরোও বলেন, দেশ ও জনগণের জন্য নির্বাচন গুরুত্বপূর্ণ। একক প্রার্থী দেয়া হবে। সবাইকে ঐক্যবদ্ধ থেকে প্রার্থীর পক্ষে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জনগণকে সন্তুষ্ট এবং ভোটারদের মন জয় করারও নির্দেশনা দেয়া হয়েছে। জনগণ নির্ধারণ করবেন ভবিষ্যতে তাদের সুখে দুঃখে কথা বলার জন্য হলেও পাওয়া যাবে এমন প্রার্থী জনগণ প্রত্যাশা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট