1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
৪টি আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে মির্জা ফখরুলের বৈঠক তদারকির অভাবে দোকান কোঠা সিন্ডিকেটের কবলে; কৃষকদের মাথায় হাত বড়লেখার বিএনপি নেতা হত্যা চেষ্টায় চিহ্নিত সন্ত্রাসী কালাম কারাগারে শ্রীমঙ্গলে শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন মৌলভীবাজারে আপনার”এসপি নামে”বিশেষ সেবা চালু শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই, ব্যাপক ক্ষয়ক্ষতি বরেন্দ্র অঞ্চলে প্রায় অর্ধ লক্ষ মানুষের সারা বছরের পানির প্রাপ্যতা নিশ্চিত করেছে পিকেএসএফ-এর ECCCP-Drought প্রকল্প চরফ্যাশনে মেয়েকে হত্যার দায়ে বাবার ৭ বছরের সশ্রম কারাদণ্ড পটুয়াখালীতে লামিয়া ধর্ষণ মামলায় তিন আসামির কারাদণ্ড জেরা নেক্স বিপি ইউএস বীকন উইন্ড প্রকল্পের উন্নয়ন বন্ধ করে কোস্ট বৃদ্ধির কারণে

শ্রীমঙ্গলে শিক্ষকদের তিন দফা দাবি বাস্তবায়নে মানববন্ধন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৮ বার পড়া হয়েছে

 

অন্তবর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারির দাবিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার (২১শে অক্টোবর) বেলা ১২ টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনী চত্বরে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ঝলক কান্তি চক্রবর্তী।

মানববন্ধনে বক্তারা বলেন, “সারাদেশে ৩৫ হাজার স্কুল-কলেজ মাদ্রাসা রয়েছে। তারমধ্যে মাত্র ৬১৮টি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি আর বাকি সকল প্রতিষ্ঠান বেসরকারি, এমপিওভুক্ত। সরকারি চাকুরীজীবিরা প্রত্যেকে তাঁদের মূল বেতনের ৪৫ শতাংশ বাড়িভাড়া বা ভাতা পেয়ে থাকেন। অথচ এতোদিন ধরে আমরা মাত্র ১ হাজার টাকা করে বাড়িভাড়া-ভাতা পাচ্ছি। আমরা শিক্ষক-কর্মচারীদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি।”

মানববন্ধনে তিন দফা দাবির প্রজ্ঞাপন দ্রুত বাস্তবায়নের জন্য শিক্ষা ও অর্থ উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়। এসময় উপজেলার শতাধিক স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষক মো. শামসুল আলম, দপ্তর সম্পাদক শিক্ষক আব্দুস সালাম, অর্থ সম্পাদক শিক্ষক মো. আব্দুল মোতালেব, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, সিরাজনগর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মোহাম্মদ নূরুল আবছার চৌধুরী বিজয়পুরী, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি ফোরামের সভাপতি শেখ শিব্বির আহমদ, মোহাজিরাবাদ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হেলাল উদ্দিন, শিক্ষক মো. আবু আজম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট