পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুমোদন ছাড়া মাইনর সার্জারি করার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত ব্যক্তি হাসপাতালের হারবাল সহকারী সবুজ, যিনি চিকিৎসক না হয়েও জরুরি বিভাগে রোগীদের চিকিৎসা দিতেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১২টার দিকে দুদকের পটুয়াখালী সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল লতিফের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
দুদক কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, “বিভিন্ন সময় হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের কাটাছেঁড়া, ব্যান্ডেজ, ইনজেকশনসহ নানা চিকিৎসা দিতেন হারবাল সহকারী সবুজ। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দুদক প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা তদন্তে নামি। আজ অভিযানে এসে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত ব্যক্তি অনুপস্থিত থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।”
তিনি আরও জানান, প্রাথমিক সত্যতা মেলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডা. আব্দুর রউফকে সতর্কবার্তা প্রদান করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, “হারবাল সহকারী সবুজকে পূর্বের কর্মকর্তা জরুরি বিভাগে কাজের সুযোগ দিয়েছিলেন। আমি দায়িত্ব নেওয়ার পর থেকেই তাকে এ কাজে নিষেধ করেছি। ভবিষ্যতে মনিটরিং আরও জোরদার করা হবে।”
দুদক জানিয়েছে, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।