1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জলঢাকায় দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ভোলা কালেক্টরেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ‘১ বক্স নীতি’ বাস্তবায়ন ব্যর্থতার দায় জামায়াতের অতিরিক্ত রাজনৈতিক উচ্চাভিলাষ: ইসলামী আন্দোলন বাংলাদেশ জলবায়ু ঝুঁকির মাঝেও ভোলায় আশার নতুন ঠিকানা ১ বক্স নীতি ভেস্তে যাওয়ার পেছনে পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ; ভোলা-৪ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থীর সংবাদ সম্মেলন কুলাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপি প্রার্থীকে শোকজ ভোলায় জমি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা মামলা থেকে অব্যাহুতি পেতে সংবাদ সম্মেলন ভোলায় নির্বাচন সামনে রেখে নৌবাহিনী মোতায়েন, টহল ও তল্লাশি জোরদার ভোলায় জমি আত্মসাতের উদ্দেশ্যে মিথ্যা মামলা থেকে অব্যাহুতি পেতে সংবাদ সম্মেলন কেন্দ্রীয় ছাত্রদলের মনোনীত নির্বাচনী প্রচারণার সমন্বয়ক ফেরদৌস

ভোলার বোরহানউদ্দিনে আধুনিক স্বাস্থ্যসম্মত গরু-ছাগলের হাট খুশি ক্রেতা-বিক্রেতা

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের মজম বাজার গরু-ছাগলের হাট এখন রূপ নিয়েছে আধুনিক পশুহাটে। একসময় যেখানে স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাসিল আদায়ের ঘর কিংবা গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষার কোনো ব্যবস্থা ছিল না, সেখানে বর্তমানে ক্রেতা-বিক্রেতার জন্য তৈরি হয়েছে নিরাপদ ও টেকসই অবকাঠামো। রয়েছে ঘাস বিক্রির পয়েন্টও।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ডেনিশ আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডানিডা)-র অর্থায়নে, পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রকল্প (আরএমটিপি)-এর আওতায় “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন” উপ-প্রকল্পের মাধ্যমে হাটের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এর অংশ হিসেবে নির্মিত হয়েছে হাসিল আদায়ের ঘর, স্বাস্থ্যসম্মত শৌচাগার, পশুর স্বাস্থ্য ও গর্ভধারণ পরীক্ষার ব্যবস্থা (ট্রাবিশ) এবং ট্রাক-ভ্যানসহ যানবাহনে পশু ওঠানো-নামানোর জন্য আধুনিক র‌্যাম্প।

এতে করে হাটে আগত ক্রেতা-বিক্রেতা উভয়েই পাচ্ছেন ঝামেলামুক্ত ও নিরাপদ সেবা। ব্যবসায়ী মো. আসাদুল্লাহ বলেন, “আগে পশু কেনাবেচার পরিবেশ ছিল অস্বাস্থ্যকর ও অগোছালো। এখন অবকাঠামো উন্নয়নের ফলে হাটে আগত মানুষ স্বস্তি ও নিরাপত্তা বোধ করছেন।”

হাটের পাইকার মো. হোসেন জানান, “আগে শৌচাগারের ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হতো। এখন আর সেই সমস্যা নেই।” আরেক ব্যবসায়ী হাসন বেপারি বলেন, “আগে ট্রাক থেকে গরু নামাতে গিয়ে অনেক সময় পশু আহত হতো। এখন র‌্যাম্প থাকায় গরু-ছাগল নিরাপদে ওঠানো-নামানো যায়।”

একই সঙ্গে এই হাটে রয়েছে ঘাস বিক্রির কেন্দ্র। বিক্রেতা ফকরুল আলম বলেন, “এই ঘাসগুলো গরু ক্রেতা ও বিক্রেতা উভয়েই কিনে থাকেন। এতে যেমন তারা লাভবান হচ্ছেন, তেমনি আমিও ঘাস বিক্রি করে উপকৃত হচ্ছি।”

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোসাঃ নাজনীন বলেন, “এই ধরনের উদ্যোগ অত্যন্ত আশাব্যঞ্জক। সরকারের পক্ষ থেকে যদি প্রতিটি হাট এভাবে উন্নয়ন করা যায় তবে এনিমাল ওয়েরফোর নিশ্চীত করা যেতো ।”

উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান উজ্জামান জানান, “সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থার সমন্বিত উদ্যোগে গ্রামীণ পশুহাটগুলো আধুনিক করা হচ্ছে। মজম বাজার হাট তারই একটি সফল উদাহরণ। এতে একদিকে পশুর স্বাস্থ্যসেবা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে ক্রেতা-বিক্রেতার জন্য স্বাস্থ্যসম্মত ও টেকসই বাজার ব্যবস্থা গড়ে উঠছে।”

হাটের আধুনিকায়নের ফলে এখন শুধু স্থানীয় ব্যবসায়ী নয়, আশপাশের উপজেলাগুলোর ব্যবসায়ী ও ক্রেতারাও এখানে ভিড় করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট