পটুয়াখালীর দুমকিতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে যুবক মোঃ জাকারিয়া মৃত্যুবরণ করেছেন, যার পর পরিবারের পক্ষ থেকে চিকিৎসা অবহলার অভিযোগ উঠেছে।
রবিবার রাতে সাড়ে ১০টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০ বছর বয়সী কলেজ ছাত্র মোঃ জাকারিয়া মারা যান। তিনি পটুয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। জাকারিয়া দুমকী উপজেলার লেবুখালীর ইউনিয়নের আঠারো গাছিয়া গ্রামের মোঃ জাহাঙ্গির হোসেনের পুত্র।
জাকারিয়া গত শুক্রবার জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থা ক্রমশ অবনতি হওয়ায় রবিবার রাতেই তার মৃত্যু হয়।
জাকারিয় বাংলাদেশের ছাত্র হিযবুল্লাহ পটুয়াখালী জেলা শাখার সহ-প্রচার সম্পাদক এবং দুমকী উপজেলার ছাত্র হিযবুল্লাহর সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করতেন।
মৃত্যের পর পরিবার কর্তৃক চিকিৎসা ব্যবস্থাসহ হাসপাতালের প্রতি অবহেলার অভিযোগ করা হয়েছে। এই ঘটনাটি স্থানীয় সামাজিক ও ছাত্র সংগঠনের মধ্যে শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।