ভোলার বোরহানউদ্দিনে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দুস্থ ও অসহায় নারীদের মধ্যে শাড়ি ও নগদ অর্থ বিতরণ করেছে বিষ্ণু আরতি ফাউন্ডেশন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১২টায় ভাওয়ালবাড়ির মন্দির প্রাঙ্গণে এই উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
বিষ্ণু আরতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বিশ্বজিৎ দে টুটুলের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. রতন দেবনাথ। সাধারণ সম্পাদক উৎপল দে’র সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান উপদেষ্টা যুতি লাল দে, পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন রক্ষিত, সংগঠনের সহ-সভাপতি শুভ দেবনাথ, কোষাধ্যক্ষ সুজয় মজুমদার, ভাওয়ালবাড়ির মন্দিরের সভাপতি রাজিব রতন দে, সাধারণ সম্পাদক রঘুনাথ দাস প্রমুখ।
বক্তারা বলেন, শারদ আনন্দ যেন প্রতিটি ঘরে পৌঁছে, সেটাই ফাউন্ডেশনের লক্ষ্য। দুর্গোৎসব শুধমাত্র আনুষ্ঠানিকতা নয়, এটি সামাজিক দায়বদ্ধতারও বার্তা দেয়। অনুষ্ঠান শেষে ১০০ জন অসহায় নারীর মধ্যে নতুন শাড়ি ও নগদ অর্থ উপহার দেওয়া হয়।