1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

‘টেকসই উন্নয়নে পর্যটন’—কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত

ঢাকা বুলেটিন ডিজিটাল ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯ বার পড়া হয়েছে

 

‘টেকসই উন্নয়নে পর্যটন’ প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর কুয়াকাটায় র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসনের উদ্যোগে কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে বের হওয়া র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে সৈকত এলাকায় আলোচনা সভায় মিলিত হয়।

র‌্যালিতে রাজনৈতিক দলের নেতা-কর্মী, পর্যটন ব্যবসায়ী, শিক্ষার্থী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সদস্য ও স্থানীয় জনগণ অংশ নেন। কুয়াকাটা পুরোপুরি উৎসবমুখর পরিবেশে রূপ নেয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাসুদ উল আলম, কুয়াকাটা টুরিস্ট পুলিশের জোন ইনচার্জ (এএসপি) মো. হাবিবুর রহমান, কুয়াকাটা পৌর বিএনপি সভাপতি আলহাজ আব্দুল আজিজ মুসুল্লী ও হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব শরীফ।

বক্তারা বলেন, কুয়াকাটা আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে—তবে নিরাপত্তা, যোগাযোগ, মানসম্মত আবাসন ও পরিবেশবান্ধব অবকাঠামো নিশ্চিত করতে হবে। ব্যবসায়ীরা সমুদ্র সৈকতের সৌন্দর্য সংরক্ষণ, সড়ক যোগাযোগ উন্নয়ন ও আধুনিক সুবিধা সম্প্রসারণের দাবি জানান।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী জানান, কুয়াকাটার টেকসই উন্নয়নে সরকার অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। পর্যটন শিল্পকে পরিবেশবান্ধব ও অর্থনৈতিকভাবে লাভজনক করতে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট