ভোলার তজুমদ্দিন উপজেলার মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তাহের মাঝি (৫৫) নামের এক জেলে নিহত হয়েছেন। রোববার (২১ সেপ্টেম্বর) রাত সোয়া ৩টার দিকে চৌমুহনী ঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও তিন কিশোর আহত হয়েছেন।
নিহত তাহের মাঝি চাঁদপুর ইউনিয়নের বালিয়াকান্দি ২নং ওয়ার্ডের মৃত নুর মোহাম্মদের ছেলে। প্রত্যক্ষদর্শী আব্দুল মালেক জানান, রাতে মাছ শিকারের সময় হঠাৎ বজ্রপাত হলে তাহের ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। সহজেলেরা তাকে দ্রুত তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহতরা হলেন—ওই গ্রামের সিফাত (১৫), রিফাত (১২) ও মারুফ (১১)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রাহাত হোসেন জানান, হাসপাতালে আনার আগেই তাহেরের মৃত্যু হয়। তজুমদ্দিন থানার ওসি মো. মহব্বত খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।