1. bulletindhaka9@gmail.com : ঢাকা বুলেটিন : ঢাকা বুলেটিন
  2. info@www.dhakabulletin.news : ঢাকা বুলেটিন :
বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলা সদর উপজেলার শিক্ষা উন্নয়ন কর্মপরিকল্পনা নিয়ে পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত পটুয়াখালীতে ট্রলার মাঝি হত্যার মামলায় পলাতক প্রধান অভিযুক্ত সোহেল ফকির গ্রেফতার পরীক্ষার হলে ফোন নিয়ে প্রবেশে শিক্ষার্থীকে আটক করায় শিক্ষককে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা কুলাউড়ায় ভারতীয় ৩ লাখ টাকার সিগারেট জব্দ কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ ভিয়েতনামে Xbox উৎপাদনে সম্প্রসারণের পরিকল্পনা ফক্সকনের রুপি ৯০ ছাড়িয়ে পতন, মার্কিন শুল্ক ও বিনিয়োগ বহিঃপ্রবাহে চাপ ফিউজলেজ প্যানেলে ত্রুটি: ৬২৮টি এয়ারবাস A৩২০ পরিদর্শনের মুখে ১৯ দেশের নাগরিকদের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন ব্ল্যাকরক দীর্ঘমেয়াদী ট্রেজারিগুলোতে মতামত পরিবর্তন করল, এআই অর্থায়নের ঢেউয়ে ঋণ খরচ বৃদ্ধির আশঙ্কা

ভোলায় কমিউনিটি গ্রুপ সদস্যদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মোঃ সামিরুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

ভোলার চরফ্যাশনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কমিউনিটি ক্লিনিকের (সিসি) কমিউনিটি গ্রুপ (সিজি) সদস্যদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ সেপ্টেম্বর) আয়োজিত এ কর্মশালায় অংশ নেন এওয়াজপুর ও হাজারিগঞ্জ ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ শোভন কুমার বসাক। বিশেষ অতিথি ছিলেন মেডিকেল অফিসার আশরাফুল ইসলাম এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ মোহাম্মদ হিজবুল্লাহ। সভায় সভাপতিত্ব করেন ব্যবস্থাপক (কর্মসূচি) মোঃ আলাউদ্দিন আহমেদ।

স্বাগত বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর উপ-পরিচালক মোঃ আবুবকর। অনুষ্ঠান সঞ্চালনা করেন টেকনিক্যাল অফিসার মোঃ মাসুম বিল্লাহ। এছাড়া প্রোগ্রাম অফিসার শাকিল আহমেদ, শাখা ইনচার্জ মোঃ ইলিয়াসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জিজেইউএস-এর আয়োজনে এবং পিকেএসএফ-এর পিপিইপিইইউ প্রকল্পের আওতায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

ওরিয়েন্টেশনের মূল উদ্দেশ্য ছিল কমিউনিটি ক্লিনিককে আরও কার্যকর করার পাশাপাশি সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে কমিউনিটি গ্রুপ সদস্যদের দায়িত্ব, ভূমিকা ও করণীয় বিষয়ে সুস্পষ্ট ধারণা প্রদান।

বক্তারা বলেন, সরকারের প্রচেষ্টার পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া টেকসই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। কমিউনিটি গ্রুপগুলোকে আরও সচেতন ও দায়িত্বশীল করে তোলা গেলে প্রান্তিক জনগণ সহজেই মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে।

দিনব্যাপী এ কর্মশালায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্যসেবা, নারী ও শিশুর স্বাস্থ্য, সচেতনতা বৃদ্ধি ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সমস্ত অধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট